২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বাংলা

গল্প : মংড়–র পথে
-

সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘নাটিকা : সুখী মানুষ’ থেকে আরো ৪টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৩৭। উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ বাক্য/বাক্যগুলো হলোÑ
র) লোকজন আমাদের দেখছে
রর) আমাদের পোশাক ওদের থেকে ভিন্ন
ররর) সব দেশের লোক বিদেশীদের চিনতে পারে না
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) ররও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
৩৮। তোমার পঠিত প্রবন্ধে কিভাবে ঔপনিবেশিক ধারণা লাভ করা যায়?
ক) তাদের স্থাপনা শিল্প দেখে
খ) তাদের খাবারের ধরন দেখে
গ) তাদের বসতি দেখে
ঘ) তাদের জীবন-যাপনের ধরন দেখে
৩৯। মালকিনের মাধ্যমে লেখক বাংলাদেশের নারীদের কোন দিকটিকে প্রতীকীভাবে উপস্থাপন করেছেন?
ক) নারীরা স্বাধীন
খ) নারীরা পরাধীন
গ) নারীরা পরনির্ভরশীল
ঘ) নারীরা অনেকটা স্বাধীন
৪০। রয়েল রেস্তোরাঁর মালকিন কোন সম্প্রদায়ের?
ক) আদিবাসী খ) রাখাইন
গ) রোয়াইংগা ঘ) বর্মি
উত্তর : ৩৭. ঘ, ৩৮. গ, ৩৯. গ, ৪০. খ।


আরো সংবাদ



premium cement