২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

২০২০ সালের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : পর্বসংখ্যা-৮৪

বাংলাদেশ ও বিশ্বপরিচয় সপ্তম অধ্যায় : মানবাধিকার
-

প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ‘সপ্তম অধ্যায় : মানবাধিকার’ থেকে ৪টি অল্প কথায় উত্তর দাও এবং ৫টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো।
অল্প কথায় উত্তর দাও
প্রশ্ন : অটিস্টিক শিশুর তিনটি বৈশিষ্ট্য লিখ।
উত্তর : অটিস্টিক শিশুর তিনটি বৈশিষ্ট্য হলো :
১. অটিস্টিক শিশুর কোনো একটি বিশেষ জিনিসের প্রতি প্রবল আকর্ষণ থাকে।
২. সব কাজ বা বিষয় একই নিয়মে করতে চায়।
৩. কোনো কোনো শিশু চমৎকার প্রতিভার অধিকারী হয়।
প্রশ্ন : শিশুর অধিকার লঙ্ঘনের তিনটি উদাহরণ দাও।
উত্তর : শিশুর অধিকার লঙ্ঘনের তিনটি উদাহরণ নিচে দেয়া হলো :
র. শিশুদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা।
রর. শিশুদের কলকারখানায় কাজে নিয়োগ করা।
ররর. শিশুদের শারীরিকভাবে নির্যাতন করা।
প্রশ্ন : নারী অধিকার লঙ্ঘনের তিনটি উদাহরণ দাও।
উত্তর : নারী অধিকার লঙ্ঘনের তিনটি উদাহরণ নিচে দেয়া হলো :
র. শিক্ষার সমান সুযোগ না দেয়া।
রর. কাজের যথাযথ পারিশ্রমিক না দেয়া।
ররর. চাকরির ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করা।
প্রশ্ন : মানবপাচার বলতে কী বোঝায়?
উত্তর : মানবপাচার বলতে এক দেশের মানুষকে বিশেষত নারী ও শিশুদের অন্য দেশে পাচার বা বিক্রি করাকে বোঝায়। এটি একটি বৃহৎ ও মানবাধিকারবিরোধী কাজ। অমানবিক ও ঝুঁকিপূর্ণ কাজের জন্য নারী ও শিশুদের বিদেশে পাচার করাই মানবপাচার।
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
প্রশ্ন : কোন প্রতিষ্ঠান মানবাধিকারকে প্রথম স্বীকৃতি প্রদান করে? কখন?
উত্তর : জাতিসঙ্ঘ প্রথম মানুষের অধিকারকে স্বীকৃতি দিয়ে মানবাধিকার ঘোষণাপত্র অনুমোদন করার মাধ্যমে মানবাধিকারকে স্বীকৃতি প্রদান করে। ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর মানবাধিকারকে স্বীকৃতি দেয় প্রতিষ্ঠানটি।
প্রশ্ন : শিশুশ্রমের কারণে শিশুরা কোন অধিকার থেকে বঞ্চিত হয়?
উত্তর : শিশুশ্রমের কারণে শিশুরা যেসব অধিকার থেকে বঞ্চিত হয় সেগুলো হলো :
১. শিক্ষার অধিকার।
২. মৌলিক মানবাধিকার।
৩. গৃহে বাস করার অধিকার।
৪. নিরাপদে থাকার অধিকার।
প্রশ্ন : মানবাধিকার কাকে বলে?
উত্তর : মানুষ হিসেবে ভালোভাবে বেঁচে থাকার অধিকারগুলোকে বলা হয় মানবাধিকার। মানুষের সুস্থ ও সুন্দর বিকাশের জন্য এগুলো অত্যন্ত প্রয়োজন।
প্রশ্ন : কোন কোন ক্ষেত্রে মানবাধিকার প্রযোজ্য?
উত্তর : জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার ক্ষেত্রে মানবাধিকারগুলো সমানভাবে প্রযোজ্য।
প্রশ্ন : সবার মানবাধিকারগুলোকে কী করব?
উত্তর : সমাজের সবার মানবাধিকারগুলোকে আমরা শ্রদ্ধা করব এবং এগুলো রক্ষায় সচেতন থাকব।


আরো সংবাদ



premium cement