২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

২০২০ সালের অষ্টম শ্রেণীর প্রস্তুতি : বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় চার : ঔপনিবেশিক যুগের প্রতœপরিচয়

-

সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ‘অধ্যায় চার : ঔপনিবেশিক যুগের প্রতœপরিচয়’ থেকে ১০টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১। ভারতবর্ষের শেষ মুঘল সম্রাট কে?
ক.বাহাদুর শাহ জাফর
খ. সম্রাট আকবর
গ. সম্রাট জাহাঙ্গীর
ঘ. সম্রাট বাবর
২। বাহাদুর শাহ পার্ক কার নামানুসারে করা হয়?
ক. সম্রাট আকবর
খ. বাহাদুর শাহ দুলাল
গ. বাহাদুর শাহ জাফর
ঘ. সম্রাট জাহাঙ্গীর
৩। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকার নবাবদের তৈরি প্রাসাদের নাম কী?
ক. বুড়িগঙ্গা মঞ্জিল
খ. নবাব মঞ্জিল
গ. বাহাদুর মঞ্জিল
ঘ. আহসান মঞ্জিল
৪। কার্জন হল তৈরি হয় কোন আমলে?
ক. মোগল আমলে
খ. পাল আমলে
গ. সেন আমলে
ঘ. ইংরেজ আমলে
৫। অফিস বাড়ি হিসেবে ঢাকার সবচেয়ে সুন্দর ভবন কোনটি?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল
খ. মহসিন হল গ. কার্জন হল
ঘ. সলিমুল্লাহ হল
৬। কার্জন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন অনুষদের অংশ?
ক. কলা অনুষদ
খ. বিজ্ঞান অনুষদ
গ. আইন অনুষদ
ঘ. বাণিজ্য অনুষদ
৭। পুরনো হাইকোর্ট ভবনটি কোন আমলে তৈরি?
ক. ইংরেজ আমলে
খ. মোগল আমলে
গ. পাল আমলে
ঘ. সেন আমলে
৮। সুলতানি আমলে বাংলার রাজধানী কোথায় ছিল?
ক. জাহাঙ্গীরনগর খ. সোনারগাঁও
গ. ময়মনসিংহ ঘ. নদীয়া
৯। ধনী ব্যবসায়ীদের অনেকে কত শতকে সোনারগাঁয়ের পানাম এলাকাকে বসবাসের জন্য বেছে নেন?
ক. উনিশ শতকে
খ. আঠারো শতকে
গ. সতের শতকে
ঘ. পনের শতকে
১০। পানামনগরের মূল সড়কের দু’পাশে এখনো সারিবদ্ধভাবে কতগুলো ইমারত টিকে আছে?
ক. ৫০টি খ. ৫১ টি
গ. ৫২টি ঘ. ৫৩টি
উত্তর : ১। ক, ২। গ, ৩। ঘ, ৪। ঘ, ৫। গ, ৬। খ, ৭। ক,
৮। খ, ৯। ক, ১০। গ।


আরো সংবাদ



premium cement