২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

২০২০ সালের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : পর্বসংখ্যা-৮৩

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ষষ্ঠ অধ্যায় : জলবায়ু ও দুর্যোগ
-

প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ‘ষষ্ঠ অধ্যায় : জলবায়ু ও দুর্যোগ’ থেকে আরো ২টি প্রশ্নগুলোর উত্তর দাও ও ১০টি শূন্যস্থান পূরণ করো নিয়ে আলোচনা করা হলো।
প্রশ্নগুলোর উত্তর দাও
প্রশ্ন : জলবায়ু পরিবর্তনে কী কী ক্ষতি হয়?
উত্তর : জলবায়ু পরিবর্তনের ফলে বিভিন্ন ধরনের ক্ষতি সাধিত হয়। গড় তাপমাত্রা বৃদ্ধি পায়। এতে করে সামগ্রিক পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ে। জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে। অতিবৃষ্টি বা অনাবৃষ্টির কারণে ফসলের উৎপাদন হ্রাস পায়। ঘূর্ণিঝড়ের সংখ্যা বৃদ্ধি পায়। বারবার ভয়াবহ বন্যা হয়। মাটির লবণাক্ততা বেড়ে যায়। এতে করে কৃষিজমির মারাত্মক ক্ষতি সাধিত হয়। গাছপালা ও বিভিন্ন বন্যপ্রাণী ধ্বংস হয়ে যায়।
প্রশ্ন : খরার কারণে কী কী সমস্যা হয়?
উত্তর : খরা একটি মারাত্মক দুর্যোগ। খরার ফলে কুয়া, খাল-বিল শুকিয়ে যায়। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যায়। মাটির আর্দ্রতা কমে যায়। মাটিতে ফসল ফলাতে কষ্ট হয়। গৃহপালিত পশুপাখির খাদ্যসঙ্কট দেখা দেয়। শিশুরা অত্যধিক গরমের কারণে স্কুলে যেতে পারে না, অসুস্থ হয়ে পড়ে। বিভিন্ন রোগব্যাধি দেখা দেয়। জ্বর, আমাশয়, ডায়রিয়া, হাম, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগে অনেকে ভোগে। হাঁস-মুরগির মহামারী দেখা দেয়। খরার সময় মানুষের তেমন কোনো কাজ থাকে না। এতে করে অনেকের আয় বন্ধ হয়ে যায়।
শূন্যস্থান পূরণ করো
১। মাটির লবণাক্ততা বেড়ে কৃষিজমির --- করছে।
উত্তর : মাটির লবণাক্ততা বেড়ে কৃষিজমির ক্ষতি করছে।
২। জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগের প্রবণতা ---। উত্তর : জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগের প্রবণতা বেড়ে যাচ্ছে।
৩। খরার সময় অনেকের --- বন্ধ হয়ে যায়।
উত্তর : খরার সময় অনেকের আয় বন্ধ হয়ে যায়।
৪। ভূমিকম্পের সময় পুরোপুরি --- থাকতে হবে।
উত্তর : ভূমিকম্পের সময় পুরোপুরি শান্ত থাকতে হবে।
৫। বিশ্বে --- বেড়ে বরফ গলে যায়।
উত্তর : বিশ্বে তাপমাত্রা বেড়ে বরফ গলে যায়।
৬। --- বেড়ে কৃষিজমির ক্ষতি করছে।
উত্তর : মাটির লবণাক্ততা বেড়ে কৃষিজমির ক্ষতি করছে।
৭। দুর্যোগ হচ্ছে একটি ---- পরিস্থিতি।
উত্তর : দুর্যোগ হচ্ছে একটি মারাত্মক পরিস্থিতি।
৮। উঁচু রাস্তা বা বাঁধের ওপর --- অনেক পরিবার বসবাস করে।
উত্তর : উঁচু রাস্তা বা বাঁধের ওপর মাচা বানিয়ে অনেক পরিবার বসবাস করে।
৯। বন্যার সময় --- মারাত্মক রূপ ধারণ করে।
উত্তর : বন্যার সময় নদীভাঙন মারাত্মক রূপ ধারণ করে।
১০। ছোট ছোট ভূমিকম্প বড় --- পূর্বাভাস।
উত্তর : ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের পূর্বাভাস।

 


আরো সংবাদ



premium cement