২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

২০২০ সালের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : পর্বসংখ্যা-৮১

বাংলা গল্প : মংড়–র পথে
-

মাস্টার ট্রেইনার (বাংলা) ও বোর্ড পরীক্ষক

সুপ্রিয় অষ্টম শ্রেণীর পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘গল্প : মংড়–র পথে’ থেকে আরো ১৭টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১৯। ‘মংড়–র পথে’ প্রবন্ধে ব্যবহৃত ‘হামানদিস্তা’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) কাগজ মাপার এক ধরনের যন্ত্র
খ) দ্রব্য সামগ্রী পিটিয়ে গুঁড়ো করার দণ্ড
গ) একটি স্থানের নাম ঘ) একটি রেস্তোরাঁর নাম
২০। ‘পদ্মাবতী’ কে রচনা করেন?
ক) দৌলত কাজী খ) মহাথেরো
গ) আলাওল ঘ) পাদরি সেবাস্টিন
২১। বিপ্রদাশ বড়–য়া রচিত জীবনকাহিনী ‘বিদ্যাসাগর’ কত সালে প্রকাশিত হয়?
ক) ১৯৮৮ খ) ১৯৮৯ গ) ১৯৯০ ঘ) ১৯৯১
২২। ‘ম্রাউক উ’ কোথাকার প্রাচীন রাজধানী ছিল?
ক) মিয়ানমারের খ) মংড়–র গ) আরাকানের ঘ) ত্রিপুরার
২৩। মহাথেরো কী পড়েছিলেন?
ক) প্যান্ট খ) লুঙ্গি গ) চীবর ঘ) থামি
২৪। ‘মংড়–র পথে’ প্রবন্ধে লেখক কোন কোন ঔপনিবেশিকের কথা বলেছেন?
র) মৌর্য রর) ব্রিটিশ যুগ ররর) পর্তুগিজ আমল
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
‘চট্টগ্রামের যারা প্রকৃত অধিবাসী তাদের সবচেয়ে পছন্দের খাবার হলো শুঁটকি মাছ। এ শুঁটকি ছাড়া প্রতিদিনের খাবার-দাবার যেন চলে না। আর শুঁটকির মধ্যে চিংড়ি শুঁটকি সর্বাগ্রে পছন্দনীয়। সেটি তরকারির সাথে হোক কিংবা ভর্তা হোক, চিংড়ি মাছের শুঁটকি থাকবেই।’
২৫। উদ্দীপক অনুসরণে চট্টগ্রামের অধিবাসীদের সাথে খাবার বিষয়ে সদৃশ রয়েছে তোমার পঠিত কোন অধিবাসীদের সাথে?
ক) মংড়– খ) চাকমা গ) গারো ঘ) সাঁওতাল
২৬। উদ্দীপকের আলোকে ‘মংড়–র পথে’ প্রবন্ধের মিয়ানমারবাসীর সংস্কৃতির যে দিকটি ফুটে উঠেছেÑ
র) ভোজন বিলাসিতা রর) আঞ্চলিক বৈশিষ্ট্য
ররর) ভূষণ বিলাসিতা
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর
২৭। যমুনা নদীর এপারে টাঙ্গাইল আর ওপারে সিরাজগঞ্জ শহর অবস্থিত। বাক্যটির সঙ্গে সাদৃশ্য আছে ‘মংড়–র পথে’ রচনার কোন নদীর?
ক) পদ্মা নদী খ) নাফ নদী গ) যমুনা নদী ঘ) যমুনা নদী
২৮। স্বদেশ ছেড়ে অন্য দেশে বসবাসকারীদের বলেÑ
ক) আদিবাসী খ) প্রবাসী গ) অভিবাসী ঘ) অধিবাসী
২৯।‘মহিলারা চির স্বাধীন’ কথাটি দ্বারা কী বোঝায়?
ক) মংড়–র অর্থনীতিতে নারীর অবদান
খ) পুরুষের কর্তৃত্ব না থাকা
গ) প্রথাগত নিয়মের বিরুদ্ধতা
ঘ) নারীর অধিকার বাস্তবায়ন
৩০। ‘মিয়ানমারে সবাই লুঙ্গি পরে’ বাক্যটি দিয়ে কোন বিষয়টি বুঝানো হয়েছে?
ক) পোশাকটির আরামপ্রিয়তা খ) নারী-পুরুষের অভেদ
গ) সে দেশের ঐতিহ্যকে তুলে ধরা ঘ) দেশীয় রীতি-নীতি
৩১। ‘ত্রিচীবর’ হলোÑ
র) সেলাই করা কাপড়ের কোমর বন্ধনী
রর) হাত কাটা ও এক কাঁধ কাটা জামা
ররর) গায়ে আলাদা এক টুকরো চীবর
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর গ) রও ররর ঘ) র, রর ও ররর
৩২। লেখকের কল্পনায় মিয়ানমার ছিলÑ
ক) পৌরাণিক কাহিনীর মতো খ) রূপকথার গল্পের মতো
গ) স্বর্গের মতো ঘ) স্বপ্নপুরীর মতো
৩৩। লেখকের কাছে মিয়ানমারের ছবি বাস্তবে ভেসে উঠলÑ
ক) সন্ধ্যায় আলোর ছায়ায় খ) রাতের অন্ধকারে
গ) দুপুরে ঘ) গোধূলিতে
৩৪। পূর্ণিমা তিথিতে যে পক্ষের অবসান হয় তাকে কী বলে?
ক) অমাবস্যা খ) অমানিশা গ) শুক্লপক্ষ ঘ) কৃষ্ণপক্ষ
৩৫। সারা ভ্রমণে লেখককে অপূর্ব কথাবার্তা বলতে হবে। কারণ হলোÑ
র) লেখক বর্মি ভাষা জানেন না বলে
রর) বর্মিরা ইংরেজি ভাষা কম বোঝেন বলে
ররর) দোভাষী খুঁজে পাওয়া যায় না বলে
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : ১৯. খ, ২০. গ, ২১. ক, ২২. গ, ২৩. গ, ২৪. খ, ২৫. ক, ২৬. ক, ২৭. খ, ২৮.গ, ২৯. ক, ৩০. ঘ, ৩১. গ, ৩২. খ, ৩৩. ক, ৩৪. গ, ৩৫. ক।

 


আরো সংবাদ



premium cement
প্রথম বাংলাদেশী আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত ঢাবির সব ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ নিরাপত্তা-বিষয়ক আলোচনা করতে উত্তর কোরিয়ায় রুশ গোয়েন্দা প্রধান বদলে যেতে পারে এসএসসি পরীক্ষার নাম সীমান্তে বাংলাদেশীদের মৃত্যু কমেছে : পররাষ্ট্রমন্ত্রী শাস্তি কমিয়ে সড়ক পরিবহন আইন সংশোধনে উদ্বেগ টিআইবির যখন দলকে আর সহযোগিতা করতে পারবো না তখন অবসরে যাবো : মেসি ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড্যানিয়েল কাহনেম্যান আর নেই বিএনপি নেতাকর্মীদের সম্পত্তি দখলের অভিযোগ খণ্ডালেন ওবায়দুল কাদের আটকের পর নাশকতা মামলায় গ্রেফতার দেখানো হলো ইউপি চেয়ারম্যানকে

সকল