২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

গণিত সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

-

সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের গণিত বিষয়ের ‘অধ্যায় আট : গড়’ থেকে আরো ১৭টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো।
অধ্যায় আট : গড়
প্রশ্ন : ১ থেকে ১০-এর মধ্যে জোড় সংখ্যাগুলোর গড় কত?
উত্তর : ৫
প্রশ্ন : তিনটি ক্রমিক জোড় সংখ্যার গড় ১৪ হলে, বৃহত্তম সংখ্যাটি কত?
উত্তর : বৃহত্তম সংখ্যাটি ১৬
প্রশ্ন : তিনটি সংখ্যার গড়ের অর্ধেক ৩ হলে, সংখ্যাগুলোর সমষ্টি কত?
উত্তর : ১৮
প্রশ্ন : ৫টি সংখ্যার গড় ৭৫ হলে, তাদের যোগফল কত?
উত্তর : ৩৭৫
প্রশ্ন : ২০, ১৫, ২৫ সংখ্যাগুলোর গড় কত?
উত্তর : ২০
প্রশ্ন : ০, ৫, ৯, ০ এবং ১ এর গড় কত?
উত্তর : ৩
প্রশ্ন : ১০, ২০, ৪০ ও ৫০ সংখ্যাগুলোর গড় কত?
উত্তর : ৩০
প্রশ্ন : ৬টি সংখ্যার গড় ৭১ হলে, সংখ্যাগুলোর যোগফল কত?
উত্তর : ৪২৬
প্রশ্ন : ৪, ৬, ৮, ১২ এবং অন্য একটি সংখ্যার গড় ৮ হলে, ওই সংখ্যাটি কত?
উত্তর : ১০
প্রশ্ন : একজন ক্রিকেট খেলোয়াড়ের তিনটি ওয়ানডে ম্যাচের সংগৃহীত রান ৪৩, ৬১ এবং ২৫। তিনি গড়ে কত রান করেছেন?
উত্তর : ৪৩
প্রশ্ন : তিনজন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর যথাক্রমে ৭, ৯ এবং ১১। তাদের গড় নম্বর কত?
উত্তর : ৯
প্রশ্ন : চারটি ঝুড়িতে গড়ে ২৫টি আম আছে। ঝুড়িগুলোতে মোট কতটি আম আছে?
উত্তর : ১০০টি।
প্রশ্ন : ৪টি ঝুড়িতে যথাক্রমে ৩, ০, ৪ ও ৫টি করে কমলা থাকলে, প্রত্যেক ঝুড়িতে গড়ে কয়টি করে কমলা আছে?
উত্তর : ৩টি।
প্রশ্ন : ৬টি বইয়ের ওজন ৯২৪ গ্রাম। বইগুলোর গড় ওজন কত গ্রাম?
উত্তর : ১৫৪ গ্রাম।
প্রশ্ন : শিমু ও রিমুর বয়সের গড় ১২ বছর। শিমুর বয়স ১৫ বছর হলে, রিমুর বয়স কত?
উত্তর : ৯ বছর।
প্রশ্ন : ৪৮, ৫২ ও ৫৩ এর গড় কত?
উত্তর : ৫১
প্রশ্ন : ৫টি সংখ্যার গড় ৪৫ হলে, সংখ্যাগুলোর সমষ্টি কত?
উত্তর : ২২৫


আরো সংবাদ



premium cement