২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

গণিত অনুশীলনী-৬ (খ)

-

সুপ্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ গণিত বিষয়ের অনুশীলনী-৬(খ) থেকে আরো ২টি অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব।
প্রশ্ন-১০(২) : আহমেদের কাছে ৪ কেজি তেল আছে। ১ লি. তেলের ওজন ৬৭ কেজি। আহমেদের কাছে কত লি. তেল আছে?
সমাধান : এখানে,
৪ কেজি তেলকে ৬৭ কেজি দ্বারা ভাগ করলে আহমেদের কাছে কত লিটার তেল আছে তা পাওয়া যাবে।
এখন, ৪ গু ৬৭
= ৪´ ৭৬
= ২৪´৭৬৩
= ১৪৩
= ৪২৩

অতএব, আহমেদের কাছে ৪২৩ লিটার তেল আছে।
প্রশ্ন-১০(৩) : সাজ্জাদ সাহেবের ২৪০০০ টাকা ছিল। তিনি এই টাকার ৫১২ অংশ এতিমখানায়, ৩৮ অংশ শিক্ষাপ্রতিষ্ঠানে দান করলেন। তার কাছে কত টাকা আছে?
সমাধান :
সাজ্জাদ সাহেবের নিকট ছিল ২৪০০০ টাকা
তিনি এতিমখানায় দান করলেন এই টাকার ৫১২অংশ
... এতিমখানায় দান করলেন ২৪০০০ টাকা এর ৫১২ অংশ
= ( ২৪০০০´ ৫১২) টাকা
= (২০০০২৪,০০০´৫১২১ ) টাকা

= (২০০০ ´ ৫) টাকা
= ১০,০০০ টাকা।
আবার,
তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে দান করলেন এই টাকার ৩৮ অংশ
শিক্ষাপ্রতিষ্ঠানে দান করলেন ২৪০০০ টাকা এর ৩৮ অংশ
= (২৪,০০০´ ৩৮) টাকা
= (৩০০০২৪,০০০´৩৮১ ) টাকা
= (৩০০০´৩) টাকা
= ৯,০০০ টাকা।
তিনি, এতিমখানায় দান করলেন ১০০০০ টাকা
শিক্ষাপ্রতিষ্ঠানে দান করলেন (+) ৯০০০ টাকা
... তিনি এতিমখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানে দান করলেন ১৯,০০০ টাকা।
এখন, তার কাছে ছিল ২৪০০০ টাকা
এতিমখানায় ও শিক্ষাপ্রতিষ্ঠানে দান করলেন (Ñ) ১৯০০০ টাকা
... তার কাছে আছে ৫,০০০ টাকা
উত্তর : ৫০০০ টাকা।


আরো সংবাদ



premium cement