২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

২০২০ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি : পর্বসংখ্যা-৬৫

গণিত অনুশীলনীÑ ২.১
-

সুপ্রিয় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের গণিত বিষয়ের পাটীগণিতের ‘অনুশীলনীÑ২.১’ থেকে ১৬টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১। বিনিয়োগ কী?
(ক) দোকান ভাড়া (খ) পরিবহন খরচ
(গ) প্রকৃত খরচ (ঘ) আনুষঙ্গিক খরচ
২। মুনাফা বা ক্ষতি নির্ণয়ে ক্রয়মূল্য হিসেবে ধরা হয় কোনটিকে?
(ক) আনুষঙ্গিক খরচ (খ) প্রকৃত খরচ
(গ) পরিবহন খরচ (ঘ) দোকান ভাড়া
৩। কোনো দ্রব্যে মুনাফা হবে নিচের কোন শর্তে?
(ক) ক্রয়মূল্য > ক্রয়মূল্য
(খ) ক্রয়মূল্য > বিক্রয়মূল্য
(গ) বিক্রয়মূল্য = ক্রয়মূল্য
(ঘ) বিক্রয়মূল্য = ক্রয়মূল্য
৪। বিক্রয়মূল্য < ক্রয়মূল্য হলে নিচের কোনটি ঘটে?
(ক) মুনাফা (খ) ক্ষতি
(গ) সমান সমান (ঘ) ঋণ
৫। মুনাফা বা ক্ষতি কোনোটিই হয় না কখন?
(ক) বিক্রয়মূল্য > ক্রয়মূল্য
(খ) ক্রয়মূল্য > বিক্রয়মূল্য
(গ) বিক্রয়মূল্য = ক্রয়মূল্য
(ঘ) ক্রয়মূল্য > বিক্রয়মূল্য
৬। মুনাফা বা ক্ষতি নিচের কোনটির উপর নির্ভর করে?
(ক) ক্রয়মূল্য (খ) বিক্রয়মূল্য
(গ) আনুষঙ্গিক খরচ (ঘ) উপরের সবগুলো
৭। মুনাফা?
(ক) বিক্রয়মূল্য ী ক্রয়মূল্য (খ) বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
(গ) ক্রয়মূল্য - বিক্রয়মূল্য (ঘ) বিক্রয়মূল্য + ক্রয়মূল্য
৮। ক্ষতি =?
(ক) বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
(খ) ক্রয়মূল্য - বিক্রয়মূল্য
(গ) বিক্রয়মূল্য + ক্রয়মূল্য
(ঘ) ক্রয়মূল্য ী বিক্রয়মূল্য
৯। একটি বইয়ের ক্রয়মূল্য ১২৫ টাকা এবং বিক্রয়মূল্য ১৩৫ টাকা হলে লাভ কত?
(ক) ১০ টাকা (খ) ৩৫ টাকা
(গ) ২৫ টাকা (ঘ) ১০০ টাকা
১০। একটি ঘড়ি ৮ % লাভে বিক্রি করা হলো। ঘড়িটির ক্রয়মূল্য কত?
(ক) ৯২ টাকা (খ) ১০৮ টাকা
(গ) ১০০ টাকা (ঘ) ১৬ টাকা
১১। মুনাফা-ক্ষতির ক্ষেত্রেÑ
র. মুনাফা = বিক্রয়মূল্য-ক্রয়মূল্য
রর.ক্ষতি = ক্রয়মূল্য-বিক্রয়মূল্য
ররর.মুনাফা = বিক্রয়মূল্য + ক্রয়মূল্য
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
১২। মুনাফা বা ক্ষতি নির্ভর করেÑ
র. ক্রয়মূল্যের উপর
রর. বিক্রয়মূল্যের উপর
ররর.ক্রয় ও বিক্রয় মূল্যের উপর
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
১৩। একটি কলমের ক্রয়মূল্য ২৫ টাকা এবং বিক্রয়মূল্য ৩৫ টাকা হলে লাভের হার শতকরা কত?
(ক) ১০ টাকা (খ) ৪০ টাকা
(গ) ২৫ টাকা (ঘ) ১০০ টাকা
১৪। নিচের তথ্যগুলো লক্ষ করোÑ
র. ৮% হারে ৩৫০ টাকার ৩ বছরের মুনাফা ৮৪ টাকা
রর. ৎ% ক্ষতিতে বিক্রয়মূল্য (১০০-ৎ) টাকা
ররর. ১০% লাভে বিক্রয়মূল্য ১১০ টাকা
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
১৫। একটি দ্রব্য ১০% মুনাফায় বিক্রয় করা হলে বিক্রয়মূল্য কত হবে?
(ক) ৯০ টাকা (খ) ১১০ টাকা
(গ) ১০০ টাকা (ঘ) ১০ টাকা
১৬। একটি শার্ট ১৫% ক্ষতিতে ৮৫০ টাকায় বিক্রয় করা হলো। ক্রয়মূল্য কত?
(ক) ১০০০ টাকা (খ) ৮০০ টাকা
(গ) ১২৫০ টাকা (ঘ) ১১০০ টাকা
উত্তর : ১. গ ২. খ ৩. খ ৪. খ ৫. গ ৬. ক ৭. খ ৮. খ ৯. ক ১০. গ ১১. ক ১২. খ ১৩. খ ১৪. ঘ ১৫. খ ১৬. ক।

 


আরো সংবাদ



premium cement
কৃষক যাতে ন্যায্যমূল্য পান, সেভাবেই ধানের দাম নির্ধারণ করা হবে : কৃষিমন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ভান্ডারিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে দর্শনার্থীদের ঢল তীব্র তাপপ্রবাহের কারণে ৭ দিন স্কুল বন্ধের দাবি চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি সাম্প্রদায়িক শক্তি, এদের রুখতে হবে : ওবায়দুল কাদের সাদিক এগ্রোর ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু

সকল