২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

২০২০ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি : পর্বসংখ্যা-৬৬

বাংলাদেশ ও বিশ্বপরিচয় পঞ্চম অধ্যায় : জনসংখ্যা
-

প্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ‘পঞ্চম অধ্যায় : জনসংখ্যা’ থেকে আরো ৩টি প্রশ্নগুলোর উত্তর দাও এবং ৬টি শূন্যস্থান পূরণ করো নিয়ে আলোচনা করা হলো।
প্রশ্নগুলোর উত্তর দাও
প্রশ্ন : অধিক খাদ্য উৎপাদনের মাধ্যমে আমাদের দেশের জনগণ কিভাবে উপকৃত হতে পারে?
উত্তর : অধিক খাদ্য উৎপাদনের মাধ্যমে আমাদের দেশের জনগণ বিভিন্নভাবে উপকৃত হতে পারে। সেগুলো হলোÑ অধিক খাদ্য উৎপাদন হলে আমাদের খাদ্য আমদানি করার প্রয়োজন হবে না, বরং আমরা আমাদের চাহিদা পূরণ করে অতিরিক্ত খাদ্য রফতানি করতে পারব। ফলে দেশ অর্থনৈতিকভাবে উন্নত হবে এবং জনগণের জীবনযাত্রার মান বাড়বে, যার মাধ্যমে দেশের জনগণ উপকৃত হবে। আর এভাবেই আমাদের দেশের জনগণ অধিক খাদ্য উৎপাদনের মাধ্যমে উপকৃত হতে পারে।
প্রশ্ন : শ্রমশক্তি রফতানির মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হতে পারি?
উত্তর : শ্রমশক্তি রফতানির মাধ্যমে আমরা বিভিন্নভাবে উপকৃত হতে পারি। শ্রমশক্তি রফতানির ফলে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি, যা আমাদের পারিবারিক চাহিদা পূরণ করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে এবং আমাদের জীবনযাত্রার মান বৃদ্ধি করছে। আর এভাবেই শ্রমশক্তি রফতানির মাধ্যমে আমরা উপকৃত হতে পারি।
প্রশ্ন : কারিগরি প্রশিক্ষণ বৃদ্ধির মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হতে পারি?
উত্তর : কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আমরা বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে পারি। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেয়া হয়। যাতে আমরা নতুন শিল্পের বিকাশে ও বিভিন্ন দ্রব্য উৎপাদনে সহায়তা করতে পারি। আর এ কারিগরি প্রশিক্ষণের মাধ্যমেই আমরা নতুন শিল্প গড়ে তোলার মাধ্যমে আমাদের বেকারত্বকে দূর করে দক্ষ জনশক্তি হিসেবে নিজেদের গড়ে তুলে উপকৃত হতে পারি।
শূন্যস্থান পূরণ করো
১। জাতিসঙ্ঘের তথ্য মতে, বাংলাদেশে প্রায় --- লক্ষ মানুষ গৃহহীন।
উত্তর : জাতিসঙ্ঘের তথ্যমতে, বাংলাদেশে প্রায় ১০ লক্ষ মানুষ গৃহহীন।
২। জনসংখ্যা বৃদ্ধির ফলে আমাদের স্বাস্থ্যের ওপর -- প্রভাব পড়ছে।
উত্তর : জনসংখ্যা বৃদ্ধির ফলে আমাদের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।
৩। বাংলাদেশে প্রতি --- জন মানুষের জন্য একজন প্রশিক্ষিত চিকিৎসক রয়েছেন।
উত্তর : বাংলাদেশে প্রতি ৪০৪৩ জন মানুষের জন্য একজন প্রশিক্ষিত চিকিৎসক রয়েছেন।
৪। জনসম্পদ হচ্ছে কোনো দেশের ---।
উত্তর : জনসম্পদ হচ্ছে কোনো দেশের শ্রমশক্তি।
৫। কৃষি প্রধান দেশ হয়েও বাংলাদেশে --- ঘাটতি আছে।
উত্তর : কৃষি প্রধান দেশ হয়েও বাংলাদেশে খাদ্য ঘাটতি আছে।
৬। বাংলাদেশের বেশির ভাগ শিশু --- ভোগে।
উত্তর : বাংলাদেশের বেশির ভাগ শিশু পুষ্টিহীনতায় ভোগে।

 


আরো সংবাদ



premium cement