২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

২০২০ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি : পর্বসংখ্যা-৬৫

বাংলাদেশ ও বিশ্বপরিচয় পঞ্চম অধ্যায় : জনসংখ্যা
-

প্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ‘পঞ্চম অধ্যায় : জনসংখ্যা’ থেকে আরো ১৭টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো।
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
প্রশ্ন : অনেকে বাড়িঘর তৈরি বা জীবিকা নির্বাহ করছে কী কেটে?
উত্তর : বনের গাছপালা।
প্রশ্ন : ভূগর্ভের পানির অতিরিক্ত উত্তোলন হচ্ছে কিসের কারণে?
উত্তর : বর্ধিত জনগণের চাহিদা মেটাতে।
প্রশ্ন : জনসংখ্যা বৃদ্ধির ফলে বাংলাদেশে চিরচেনা কী পরিবর্তন ঘটছে?
উত্তর : পরিবেশ ও জলবায়ুর।
প্রশ্ন : একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে তিনটি উপাদানের মধ্যে দু’টি উপাদান হচ্ছে কী?
উত্তর : জনসংখ্যা ও প্রাকৃতিক সম্পদ।
প্রশ্ন : একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে তিনটি উপাদান কী কী?
উত্তর : জনসম্পদ, প্রাকৃতিক সম্পদ ও মূলধন।
প্রশ্ন : একটি দেশের অর্থনৈতিক উপাদানের তৃতীয় উপাদান কী?
উত্তর : মূলধন।
প্রশ্ন : প্রাকৃতিক সম্পদ ও মূলধন কাজে লাগানোর জন্য কী প্রয়োজন?
উত্তর : জনসম্পদ।
প্রশ্ন : জনসম্পদ হচ্ছে একটি দেশের কী?
উত্তর : শ্রমশক্তি।
প্রশ্ন : অতিরিক্ত জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপান্তরের ফলে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব বলে কারা মনে করেন?
উত্তর : বিশেষজ্ঞরা।
প্রশ্ন : বাংলাদেশের যথেষ্ট মূলধন না থাকলেও কী পর্যাপ্ত আছে?
উত্তর : জনসংখ্যা।
প্রশ্ন : ‘মানব মূলধন’ বা দক্ষ জনসম্পদ
রূপান্তর করা সম্ভব কিভাবে?
উত্তর : জনসংখ্যার দক্ষতা বাড়িয়ে।
প্রশ্ন : মূলধন ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার নির্ভর করে কিসের ওপর?
উত্তর : দক্ষ জনসম্পদের ওপর।
প্রশ্ন : দক্ষ জনসম্পদ অর্থনৈতিক উন্নয়নের অন্যতম কী শর্ত?
উত্তর : প্রধান ও অপরিহার্য।
প্রশ্ন : অতিরিক্ত জনসংখ্যাকে যদি দক্ষ জনসম্পদে
রূপান্তর করা যায় তাহলে দেশের কী হবে?
উত্তর : অর্থনৈতিক উন্নয়ন।
প্রশ্ন : কর্মমুখী শিক্ষাব্যবস্থার জন্য কী শিক্ষার প্রসার প্রয়োজন?
উত্তর : কারিগরি শিক্ষার।
প্রশ্ন : সুস্বাস্থ্যের মূল উপাদান কী কী?
উত্তর : বাসস্থান, পরিবেশ ও মানসম্মত জীবন-যাপন, সুষম ও পুষ্টিকর খাদ্য।
প্রশ্ন : বাংলাদেশের জনসংখ্যাকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে কী প্রয়োজন?
উত্তর : সুষ্ঠু পরিকল্পনা ও বাস্তবায়ন।


আরো সংবাদ



premium cement