২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

গণিত অনুশীলনী-৬ (খ)

-

সুপ্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ গণিত বিষয়ের অনুশীলনী-৬ (খ) থেকে ৪টি অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব।
প্রশ্ন-২ : একটি হোস্টেলে প্রতিদিন ২ ১৭ কুইন্টাল চাল লাগে। হোস্টেলটিতে এক সপ্তাহে কত কুইন্টাল চাল লাগবে?
সমধান : আমরা জানি,
১ সপ্তাহ = ৭ দিন
প্রশ্নানুযায়ী, একটি হোস্টেলে,
১ দিনে চাল লাগে ২ ১৭ কুইন্টাল
... ৭ ” ” ” (২ ১৭´৭) কুইন্টাল
= (১৫৭ ´৭) কুইন্টাল
= ১৫´৭১ কুইন্টাল
৭১
= ১৫ কুইন্টাল
উত্তর : ১৫ কুইন্টাল।
প্রশ্ন-৩ : একটি ধাতব নলের ১ মি. এর ওজন ৩১৪ কেজি। নলটির ৩৫ মি. এর ওজন কত কেজি?
সমাধান : প্রশ্নানুযায়ী, ধাতব নলটির,
১ মি. এর ওজন ৩ ১৪ কেজি
... ৩৫ মি. এর ওজন হবে (৩ ১৪´৩৫) কেজি = (১৩৪ ´৩৫) কেজি
= ১৩´৩৪´৫ কেজি
= ৩৯ ২০ কেজি
বা ১ ১৯ ২০ কেজি
উত্তর : ৩৯ ২০ কেজি বা ১ ১৯ ২০ কেজি।
প্রশ্ন- ৪ : ১ ডেসি লি. রঙ দ্বারা ৮৯ বর্গ মি. রঙিন করা যায়। ৫৮ ডেসি লি রঙ দ্বারা কত বর্গ মি. রঙিন করা যাবে?
সমাধান : প্রশ্নানুযায়ী,
১ ডেসি লি. রঙ দ্বারা রঙিন করা যাবে ৮৯ বর্গ মি.
... ৫৮ ডেসি লি. রং দ্বারা রঙিন করা যাবে ( ৮৯ ´ ৫৮) বর্গ মি. = ৮´৫৯´৮ ১ বর্গ মি.
= ৫৯ বর্গ মি.
উত্তর : = ৫৯ বর্গ মি.
প্রশ্ন-৬ : ৬ ২৫ মি. তার যদি আমরা ৪৫ মি. করে টুকরা করি, তাহলে কত টুকরা হবে?
সমাধান : এখানে,
৬২৫ মি. তারকে ৪৫ মি. দ্বারা ভাগ করলে মোট টুকরার সংখ্যা পাওয়া যাবে।
এখন,
৬২৫ গু ৪৫ = ৩২৫ গু ৪৫ = ৩২৫ ´ ৫৪
= ৮ ৩২´৫১১৫´৪১
= ৮
অতএব, নির্ণেয় টুকরার সংখ্যা ৮।
উত্তর : ৮ টুকরা।


আরো সংবাদ



premium cement