২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`
প্রথম অধ্যায় : প্যাটার্ন

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি : গণিত

-

সুপ্রিয় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের গণিত বিষয়ের পাটীগণিতের ‘প্রথম অধ্যায় : প্যাটার্ন’ থেকে আরো ৪টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
নিচের সংখ্যাগুলোর তালিকাটি লক্ষ্য করো। এ তথ্য অনুসারে ২৭-২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
৩, ১০, ১৭, ২৪, ৩১, ৩৮---
২৭। তালিকাটির সন্নিহিত ২টি সংখ্যার পার্থক্য কত?
(ক) ৪ (খ) ৫ (গ) ৬ (ঘ) ৭
২৮। তালিকাটির পরবর্তী সংখ্যাটি কত?
(ক) ৪২ (খ) ৪৫ (গ) ৪৮ (ঘ) ৫১
২৯। তালিকাটির ১ম ৭টি সংখ্যার যোগফল কত?
(ক) ১৬৪ (খ) ১৬৬
(গ) ১৬৮ (ঘ) ১৭০
নিচের তালিকার সংখ্যাগুলোর বৈশিষ্ট্য হলোÑ পরপর ২টি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান।
০, ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪---
৩০। সংখ্যাগুলোকে কী সংখ্যা বলা হয়?
(ক) ফিবোনাক্কি (খ) মৌলিক
(গ) জোড় (ঘ) বেজোড়
উত্তর : ২৭. ঘ, ২৮. খ, ২৯. গ, ৩০. ক।


আরো সংবাদ



premium cement

সকল