২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা : ইসলাম ও নৈতিক শিক্ষা

অধ্যায় তিন : কুরআন ও হাদিস শিক্ষা
-

সুপ্রিয় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ‘অধ্যায় তিন : কুরআন ও হাদিস শিক্ষা’ থেকে আরো ৫টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫২, ৫৩ ও ৫৪ নং প্রশ্নের উত্তর দাও।
সূরা আল-কদর পবিত্র কুরআনের একটি ছোট সূরা। এ সূরায় শবে কদরের ফজিলত ও মহিমা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর এই শবে কদরের রাতই পবিত্র কুরআনে কারিম নাজিল হয়। তাই এই সূরাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
৫২। সূরা আল-কদরের আয়াত সংখ্যা কতটি?
(ক) ৫টি (খ) ৬টি (গ) ৭টি (ঘ) ৮টি
৫৩। কদরের রাতে কুরআন লাওহে মাহফুজ হতে কোথায় অবতীর্ণ হয়?
(ক) বাইতুল ইজ্জাত নামক স্থানে
(খ) পবিত্র কাবাঘরে
(গ) হারাম শরিফে (ঘ) বাইতুল মামুরে
৫৪। আল-কদর শব্দের অর্থ হলোÑ
(র) পরিমাণ (রর) পরিমাপ নির্ধারণ
(ররর) ভাগ্য নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র, রর ও ররর
(গ) ররর (ঘ) রর
৫৫। ফিল শব্দের অর্থ কী?
(ক) ঘোড়া (খ) কাজ
(গ) হাতি (ঘ) ফিকির
৫৬। উত্তম চরিত্রের পূর্ণতা দানের জন্য প্রেরিত হয়েছিলেনÑ
(ক) হযরত আদম আ:
(খ) হযরত ইব্রাহিম আ: (গ) হযরত মুহম্মদ সা:
(ঘ) হযরত নূহ আ:
উত্তর : ৫২. ক, ৫৩. ক, ৫৪. খ, ৫৫. গ, ৫৬। গ।


আরো সংবাদ



premium cement