২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

২০২০ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি : পর্বসংখ্যা-৫৩

বাংলাদেশ ও বিশ্বপরিচয় দ্বিতীয় অধ্যায় : ব্রিটিশ শাসন
-

প্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনীর শিক্ষার্থউ বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ‘দ্বিতীয় অধ্যায়Ñ ব্রিটিশ শাসন’ থেকে ১৬টি শূন্যস্থান পূরণ করো নিয়ে আলোচনা করা হলো।
১. নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ --- নবাব।
উত্তর : নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব।
২। প্রায় --- বছর ধরে ইংরেজরা এ দেশে রাজত্ব করে।
উত্তর : প্রায় দুশো বছর ধরে ইংরেজরা এ দেশে রাজত্ব করে।
৩। ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহ ছিল বড় আকারে সংঘটিত প্রথম ব্রিটিশবিরোধী --- সংগ্রাম।
উত্তর : ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহ ছিল বড় আকারে সংঘটিত প্রথম ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রাম।
৪। আধুনিক শিক্ষা ও নবজাগরণের ফলে --- চেতনার বিকাশ ঘটে।
উত্তর : আধুনিক শিক্ষা ও নবজাগরণের ফলে নতুন চেতনার বিকাশ ঘটে।
৫। আঠারো শতকের শেষভাগ থেকে উনিশ শতক পর্যন্ত বাংলায় একাধিক --- আন্দোলন হয়েছে।
উত্তর : আঠারো শতকের শেষভাগ থেকে উনিশ শতক পর্যন্ত বাংলায় একাধিক প্রতিরোধ আন্দোলন হয়েছে।
৬। --- সালের ২৩ শে জুন পলাশীর যুদ্ধের মাধ্যমে বাংলায় ইংরেজ শাসনের সূচনা হয়।
উত্তর : ১৭৫৭ সালের ২৩ শে জুন পলাশীর যুদ্ধের মাধ্যমে বাংলায় ইংরেজ শাসনের সূচনা হয়।
৭। ইংরেজ শাসনের ফলে বাংলা --- স্বাধীনতা হারায়। উত্তর : ইংরেজ শাসনের ফলে বাংলা রাজনৈতিক স্বাধীনতা হারায়।
৮। বাংলায় ইংরেজদের আগমন ঘটে --- করার উদ্দেশ্যে।
উত্তর : বাংলায় ইংরেজদের আগমন ঘটে বাণিজ্য করার উদ্দেশ্যে।
৯। সিরাজউদ্দৌলা ছিলেন নবাব আলীবর্দী খাঁর ---।
উত্তর : সিরাজউদ্দৌলা ছিলেন নবাব আলীবর্দী খাঁর দৌহিত্র।
১০। সিরাজউদ্দৌলা --- বছর বয়সে বাংলার নবাব হন।
উত্তর : সিরাজউদ্দৌলা ২২ বছর বয়সে বাংলার নবাব হন।
১১। ঘসেটি বেগম সিরাজউদ্দৌলার ---।
উত্তর : ঘসেটি বেগম সিরাজউদ্দৌলার বড় খালা।
১২। ইংরেজদের সাথে নবাববিরোধী শক্তিগুলো --- হয়ে ষড়যন্ত্রে যোগ দেয়।
উত্তর : ইংরেজদের সাথে নবাববিরোধী শক্তিগুলো একজোট হয়ে ষড়যন্ত্রে যোগ দেয়।
১৩। ১৭৫৭ সালের ২৩ শে জুন ইংরেজ শক্তির সাথে নবাবের সৈন্যদের --- প্রান্তরে যুদ্ধ হয়।
উত্তর : ১৭৫৭ সালের ২৩ শে জুন ইংরেজ শক্তির সাথে নবাবের সৈন্যদের পলাশীর প্রান্তরে যুদ্ধ হয়।
১৪। নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধে পরাজিত হন --- এর বিশ্বাসঘাতকতার জন্য।
উত্তর : নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধে পরাজিত হন মীরজাফর-এর বিশ্বাসঘাতকতার জন্য।
১৫। ইংরেজরা প্রথমে মীরজাফরকে ও পরে --- কে সিংহাসনে বসায়।
উত্তর : ইংরেজরা প্রথমে মীরজাফরকে ও পরে মীর কাশিমকে সিংহাসনে বসায়।
১৬। মীর কাশিম বক্সারের যুদ্ধে পরাজিত হন --- সালে।
উত্তর : মীর কাশিম বক্সারের যুদ্ধে পরাজিত হন ১৭৬৪ সালে।

 


আরো সংবাদ



premium cement
‘বঞ্চিত ও অসহায় শিশুদের সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই’ ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত রমজানের প্রথমার্ধে ওমরাহ পালন করলেন ৮০ লাখ মুসল্লি পোরশায় বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী যুবক লাশ ফেরত গণতন্ত্রের আন্দোলন ন্যায়সঙ্গত, এতে আমরা বিজয়ী হবো : মির্জা ফখরুল নিঝুমদ্বীপে পুকুরে পাওয়া গেল ১০ কেজি ইলিশ ঈদে দৌলতদিয়া-পাটুরিয়ায় চলবে ১৫ ফেরি ও ২০ লঞ্চ দি স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের রক্তদাতাদের সংবর্ধনা প্রদান কক্সবাজারে ওরিয়ন হোম অ্যাপ্লায়েন্সেসের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত সৈয়দপুরে ফেসবুক লাইভে থেকে যুবকের আত্মহত্যা! মোবাইল ব্যাংকিংয়ে হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫

সকল