২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

২০২০ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি : পর্বসংখ্যা-৫০

বাংলা প্রবন্ধ : আমাদের লোকশিল্প
-

মাস্টার ট্রেইনার (বাংলা) ও বোর্ড পরীক্ষক

সুপ্রিয় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘প্রবন্ধ : আমাদের লোকশিল্প’ থেকে আরো ১৪টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
২৫। উদ্ধৃতাংশে আমাদের লোকশিল্পের আলোচিত বিষয়টি কী?
ক) টোপর খ) গৃহশিল্প
গ) নিপুণ কারুপণ্য ঘ) হাসিয়া
২৬। শীতল পাটির জন্য কোন অঞ্চল বিখ্যাত?
ক) গাজীপুর খ) খুলনা
গ) সিলেট ঘ) বরিশাল
২৭। খদ্দর কাপর কোন জেলায় পাওয়া যায়?
ক) কুমিল্লায় খ) বরিশালে
গ) জয়পুর হাটে ঘ) শাহজাদপুরে
২৮। লোকশিল্প বলতে কী বোঝায়?
ক) গ্রামের মানুষের তৈরি দ্রব্য
খ) দেশী জিনিস দিয়ে দেশী মানুষের হাতে তৈরি শিল্পসম্মত দ্রব্য
গ) লোকের দ্বারা তৈরি দ্রব্য
ঘ) ঘরে ঘরে যে শিল্পীত দ্রব্য পাওয়া যায়
২৯। আগের দিনে আমাদের দেশে গ্রামের কুটিরে তৈরি হতোÑ
ক) গৃহের আসবাবপত্র
খ) বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী
গ) গৃহস্থালির নিত্যব্যবহার্য সামগ্রী
ঘ) কম মূল্যের গ্রাম্যদ্রব্য
৩০। সাধারণ নকশিকাঁথা কারা সেলাই করত?
ক) গ্রামের পুরুষেরা
খ) গ্রামের মেয়েরা
গ) গ্রামের বধূরা
ঘ) গ্রামের তাঁতিরা
৩১। বাংলাদেশের কোন শিল্প লোকশিল্প হিসেবে গণ্য?
ক) কুটির শিল্প খ) চিনি শিল্প
গ) পাট শিল্প ঘ) বস্ত্র শিল্প
নিচের উপকরণগুলো লক্ষ করো :
র) হাসিয়া রর) টেপা পুতুল
ররর) নকশিকাঁথা
৩২। উপরের কোনটি আমাদের ঐতিহ্য ও জীবনের প্রতিনিধিত্ব করে?
ক) র খ) রর গ) র, ররর ঘ) র, রর ও ররর
৩৩। কোনটি দেশে দেশে হৃদয়ের সম্পর্ক গড়ে তোলে?
ক) কারখানা খ) কৃষিবিপ্লব
গ) লোকশিল্প ঘ) খনিজ পদার্থ
৩৪। জীবন গাথা অর্থ কী ?
ক) জীবনের কাহিনী
খ) কালের কাহিনী
গ) বিচিত্রগল্প
ঘ) অতীতের গল্প
৩৫। মানুয়ের চালচলন ও শিল্পসাহিত্যের ওপর কোনটির প্রভাব থাকে?
ক) রাজনৈতিক প্রভাব
খ) ভৌগোলিক অবস্থানের
গ) সামাজিক অবস্থান
ঘ) অর্থনৈতিক প্রভাব
৩৬। শীতলক্ষ্যা নদীর তীরবর্তী এলাকায় তাঁতশিল্প গড়ে ওঠার কারণ কী?
ক) সভ্যতার বিকাশ ও যোগাযোগের সুবিধা
খ) নির্মল পরিবেশ ও পর্যাপ্ত পানির ব্যবস্থা
গ) ভৌগোলিক অবস্থান, আবহাওয়া ও পরিস্থিতির জন্য
ঘ) সবকিছু সহজলভ্য ও সহনশীল
৩৭। পুরাতন পালঙ্ক, দরজায় কারুকাজ খচিত কাজকে কী বলে?
ক) খাসিয়া খ) হাসিয়া
গ) প্রতীকধর্মিতা ঘ) ময়ূরাক্ষি
৩৮। ‘সাঙ্গ’ শব্দটির অর্থ কী?
ক) আরম্ভ করা খ) চালিয়ে যাওয়া
গ) বাকি রাখা ঘ) শেষ করা
উত্তর : ২৫. ঘ, ২৬. গ, ২৭. ক, ২৮. খ, ২৯. গ, ৩০. খ, ৩১. ক, ৩২. খ, ৩৩. গ, ৩৪. ক, ৩৫. খ, ৩৬. গ, ৩৭.খ, ৩৮. ঘ।

 


আরো সংবাদ



premium cement