২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা : ইসলাম ও নৈতিক শিক্ষা দ্বিতীয় অধ্যায় : ইবাদত

-

সুপ্রিয় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ‘দ্বিতীয় অধ্যায় : ইবাদত’ থেকে আরো ৪টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৭৫। মানুষের মধ্যে কৃপণতা অপচয়প্রবণতা দূরীভূত হয় কিভাবে?
ক) প্রচুর অর্থ রোজগার করলে
খ) দান করলে গ) হজ পালন করলে
ঘ) রোজা পালন করলে
৭৬। কোরবানির গোশত সাধারণত কয় ভাগে ভাগ করা হয়?
ক) দুই ভাগে খ) তিন ভাগে
গ) চার ভাগে ঘ) পাঁচ ভাগে
৭৭। সন্তান জন্মের পর আকিকা করা হয়Ñ
ক) চতুর্থ দিনে খ) পঞ্চম দিনে
গ) সপ্তম দিনে ঘ) নবম দিনে
৭৮। পিতা-মাতা আকিকা না করলে কী করা যায়?
ক) নিজের আকিকা নিজে করা যায়
খ) লোকজনকে দাওয়াত করে খাওয়াতে হয়
গ) আকিকা করা নিষ্প্রয়োজন
ঘ) আকিকা করার প্রয়োজন হয় না
উত্তর : ৭৫.গ, ৭৬. খ, ৭৭. গ, ৭৮.ক।


আরো সংবাদ



premium cement