২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

২০২০ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি : পর্বসংখ্যা-৩৪

বাংলা গল্প : পড়ে পাওয়া
-

মাস্টার ট্রেইনার (বাংলা) ও বোর্ড পরীক্ষক

সুপ্রিয় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘গল্প : পড়ে পাওয়া’ থেকে আরো ১১টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
মিনা ফুল বিক্রি করে সংসার চালায়। আজ সন্ধ্যে পর্যন্ত একটা ফুলও বিক্রি হয়নি। সারাদিন কিছু খায়নি সে। তিথি সব জানার পর সব ফুল কিনে মিনার উপকার করতে চায়। মিনা বুঝতে পেরে রাজি হয় না। তিথি কী করবে ভেবে পাচ্ছিল না। হঠাৎ তার মনে পড়ে আজকে তার জন্মদিন। তাই জন্মদিনের কথা বলাতে মিনা সব ফুল বিক্রি করতে রাজি হয়।
১৪। উদ্দীপকে তিথির চরিত্রের সাথে ‘পড়ে পাওয়া’ গল্পের কিশোরদের যে বৈশিষ্ট্য প্রকাশ পায়?
র) সততা রর) বিচক্ষণতা
ররর) দরিদ্রদের প্রতি মমত্ব
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর
১৫। উদ্দীপকের মিনা ও তিথি সম্পর্কে বলা চলেÑ
র) ভালো কাজে বয়স লাগে না
রর) নির্লোভ এবং দায়িত্ববান
ররর) তীক্ষè বিচারবুদ্ধি সম্পন্ন
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
‘উপেনের ভিটে টুকু দখল করে বড় বাবু জমির পরিমাণ বাড়াতে চায়। কিন্তু এলাকার শিক্ষিত যুবক নন্দলাল যুবক শ্রেণীকে নিয়ে বড় বাবুর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে। ফলে বড় বাবু উপেনের জমি ছেড়ে দিতে বাধ্য হয়।’
১৬। উদ্দীপকের নন্দলাল ‘পড়ে পাওয়া’ গল্পের যে চরিত্রের প্রতিনিধিÑ
র) বাদল রর) বিধু ররর) কথক
নিচের কোনটি সঠিক?
ক) র খ) রর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
১৭। উদ্দীপক ও ‘পড়ে পাওয়া’ গল্প অবলম্বনে বলা চলেÑ সকল ভালো কাজের মূল হলোÑ
ক) একতা খ) সদিচ্ছা
গ) সততা ঘ) উপস্থিত বুদ্ধি
১৮। ‘এরপর আর আমাদের সন্দেহ রইল না’ কিসের সন্দেহ?
ক) বিধুর বিজ্ঞতার
খ) ঝড় আসার
গ) আম কুড়োবার
ঘ) বাক্স পাওয়ার
১৯। বিধু কান খাড়া করে ছিল কেন?
ক) আম পড়ার শব্দ শুনবার জন্যে
খ) বন্যার স্রোতের শব্দ শুনবার জন্যে
গ) আকাশে মেঘের আওয়াজ শুনবার জন্যে
ঘ) তেঁতুল গাছে ভূতের শব্দ শুনবার জন্যে
২০। ‘পড়ে পাওয়া’ গল্পে কিশোররা প্রতারকদের যেভাবে বিদায় করেছিলÑ
র) উপস্থিত বুদ্ধি করে
রর) বুদ্ধিমত্তা খাটিয়ে
ররর) কিংকর্তব্যবিমূঢ় হয়ে
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর
২১। বিধু অত সহজে ভুলবার পাত্র নয় কেন?
ক) বাক্সের মালিকের চোখের জল সে ভোলেনি
খ) বাক্সের মালগুলো খোয়া গেছে বলে
গ) গরিবের ওপর দয়াহীন বলে
ঘ) ভবিষ্যতে উকিল হওয়ার সম্ভাবনা বলে
২২। বিধু কেন ঘুড়ির মাপে কাগজ কেটে আনতে বলল?
ক) ঘুড়ি বানানোর জন্য
খ) টিনের বাক্সটি ঢাকার জন্য
গ) প্রকৃত মালিককে খোঁজার জন্য
ঘ) কবিতা লেখার জন্য
২৩। ‘পড়ে পাওয়া’ কিশোর গল্পটিতে পরিচয় পাওয়া যায়Ñ
ক) কিশোরদের মতভেদের
খ) কিশোরদের ঐক্যচেতনার
গ) কিশোরদের প্রকৃতিপ্রেমের
ঘ) কিশোরদের লোভী মানসিকতার
২৪।‘পড়ে পাওয়া’ গল্পটিতে কোনটি ফুটে উঠেছে?
ক) দরিদ্র মানুষের প্রতি ভালোবাসার চিত্র
খ) বিত্তশালীদের নির্মমতার চিত্র
গ) কিশোরদের দায়িত্ববোধ ও জড়তার চিত্র
ঘ) বয়োজ্যেষ্ঠদের দায়িত্বহীনতার চিত্র
উত্তর : ১৪. খ, ১৫. ক, ১৬. খ, ১৭. ক, ১৮. খ, ১৯.গ, ২০. ক, ২১. ক, ২২. গ, ২৩.খ, ২৪. ক।


আরো সংবাদ



premium cement