২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা : ইসলাম ও নৈতিক শিক্ষা প্রথম অধ্যায় : আকাইদ

-

সুপ্রিয় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ‘প্রথম অধ্যায় : আকাইদ’ থেকে আরো ৬টি বহুনির্বাচনী প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৭৫। আল্লাহ তায়ালা যাদের ওপর আসমানি কিতাব নাজিল করেন তাদের কী বলা হয়?
ক. রাসূল খ. নবী
গ. দরবেশ ঘ. ইমাম
৭৬। নবীগণ কাদের শরিআত প্রচার করতেন?
ক. মুহাম্মদ সা: -এর
খ. হজরত নূহ আ:-এর
গ. পূর্ববর্তী রাসূলের
ঘ. পূর্ববর্তী নবীদের
৭৭। কোন নবীর আগমনের মাধ্যমে নবুওয়াতের ক্রমধারা পূর্ণতা লাভ করে?
ক. হজরত মুহাম্মদ সা:
খ. হজরত নূহ আ:
গ. হজরত আদম আ:
ঘ. হজরত মুসা আ:
৭৮। এক নবীর পর অপর নবীর আগমনের কারণ কতটি?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
৭৯। বারযাখ শব্দের অর্থ কী?
ক. পর্দা
খ. দুই বস্তুর মিলনস্থল
গ. বেহেশত
ঘ. দুই বস্তুর মধ্যবর্তী পর্দা
৮০। কোন বিশ্বাস মানুষকে দায়িত্বশীল ও সৎকর্মশীল করে তোলে?
ক.আখিরাতে বিশ্বাস
খ. তাকদিরে বিশ্বাস
গ. নবুওয়াতে বিশ্বাস
ঘ. কিতাবে বিশ্বাস
উত্তর : ৭৫. ক, ৭৬. গ, ৭৭. ক, ৭৮. খ, ৭৯. ঘ, ৮০. ক।

 


আরো সংবাদ



premium cement