২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি : বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় : জীবের বৃদ্ধি ও বংশগতি

-

সুপ্রিয় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘দ্বিতীয় অধ্যায় : জীবের বৃদ্ধি ও বংশগতি’ থেকে ১৪টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১। জীবদেহে কয় ধরনের কোষবিভাজন দেখা যায়?
ক. ১ খ.২ গ. ৩ ঘ. ৪
২। কোনটি এককোষী জীব?
ক. ব্যাকটেরিয়া খ. ঈস্ট
গ. ছত্রাক ঘ. সবগুলো
৩। ব্যাকটেরিয়া, অ্যামিবা, ছত্রাকে কোন ধরনের বিভাজন ঘটে?
ক. অ্যামাইটোসিস
খ. মাইটোসিস
গ. মিয়োসিস
ঘ. ক্যারিওকাইনোসিস
৪। মাইটোসিস বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস কতবার বিভাজিত হয়?
ক. ১. খ.২ গ.৩ ঘ.৪
৫। উদ্ভিদ ও প্রাণী কোষবিভাজনের মাধ্যমে দৈর্ঘ্য ও প্রস্থ বৃদ্ধি পায়?
ক. অ্যামাইটোসিস
খ. মাইটোসিস
গ. মিয়োসিস
ঘ. মাইটোসিস ও মিয়োসিস
৬। কোনটিকে সমীকরণিক বিভাজন বা ইকুয়েশনাল ডিভিশন বলা হয়?
ক. মাইটোসিস
খ. মিয়োসিস
গ. অ্যামাইটোসিস
ঘ. অস্বাভাবিক
৭। মাইটোসিস প্রক্রিয়ায়Ñ
র. সমগুণসম্পন্ন দু’টি অপত্য কোষ তৈরি হয়
রর. মাতৃকোষের অর্ধেক ক্রোমোজোম সংখ্যাবিশিষ্ট কোষ তৈরি হয়
ররর. মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার বিভাজিত হয়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৮। কোন ধাপে নিউক্লিয়াস আকারে বড় হয়?
ক. প্রোফেজ
খ. প্রো-মেটাফেজ
গ. মেটাফেজ
ঘ. অ্যানাফেজ
৯। প্রোফেজ দশায় ক্রোমোজোম লম্বালম্বি বিভক্ত হয়ে কোথায় যুক্ত থাকে?
ক. নিউক্লিওলাসে
খ. কেন্দ্রিকায়
গ. সেন্ট্রোমিয়ার
ঘ. ক্রোমাটিড
১০। মাইটোসিস বিভাজনকালে কোষ প্রক্রিয়াটি প্রথমে ঘটে?
ক. নিউক্লিয়াসের আকার বৃদ্ধি
খ. নিউক্লিয়ার পর্দার বিলুপ্তি
গ. ক্রোমাটিড গঠন
ঘ. নিউক্লিয়ার জালিকার ভাঙন
১১। প্রো-মেটাফেজ ধাপের ক্ষেত্রে কোনটি সঠিক?
ক. স্বল্পস্থায়ী ধাপ
খ. নিউক্লিয়ার পর্দার বিলুপ্তি
গ. নিউক্লিওলাসের আকার হ্রাস
ঘ. স্পিন্ডল যন্ত্রের বিলুপ্তি
১২। কোন ধাপে স্পিন্ডল যন্ত্র গঠিত হয়?
ক. প্রোফেজ
খ. প্রো-মেটাফেজ
গ. মেটাফেজ
ঘ. অ্যানাফেজ
১৩। স্পিন্ডল যন্ত্রের তন্তুর বিস্তৃতির ক্ষেত্রে কোনটি সঠিক?
ক. উত্তর® দক্ষিণ মেরু
খ. দক্ষিণ® উত্তর মেরু
গ. পূর্ব® পশ্চিম মেরু
ঘ. পশ্চিম® পূর্ব মেরু
১৪। অ্যাস্টার রশ্মির আবির্ভাব ঘটে কোন ধাপে?
ক. প্রোফেজ
খ. প্রো-মেটাফেজ
গ. মেটাফেজ
ঘ. অ্যানাফেজ
উত্তর : ১.গ ২.ঘ ৩.ক ৪.ক ৫.খ ৬.ক ৭.গ ৮.ক ৯.গ, ১০. ক, ১১. ক, ১২.খ, ১৩. ক, ১৪.খ।

 


আরো সংবাদ



premium cement