২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

২০২০ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি সংখ্যা-৮ ইসলাম ও নৈতিক শিক্ষা প্রথম অধ্যায় : আকাইদ

-

সুপ্রিয় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ‘প্রথম অধ্যায় : আকাইদ’ থেকে ১৫টি বহুনির্বাচনী প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১. আখিরাত শব্দের অর্থ হলোÑ
ক. কঠিন দিন খ. পরকাল
গ. বিচারের দিন ঘ. পুনরুত্থানের দিন
২. মুনাফিকদের প্রধান বৈশিষ্ট্যÑ
ক. হিংসা করা খ. ঘৃণা করা
গ. লোভ করা ঘ. প্রতারণা করা
৩. আকিদা শব্দের অর্থ কী?
ক. নিয়তি খ. ভণ্ডামি
গ. সূচনা ঘ. বিশ্বাস
৪. মুনাফিকের নিদর্শন কতটি?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
৫. ঈমান শব্দের অর্থ হলোÑ
ক. ইচ্ছা খ. ভাগ্য গ. বিশ্বাস ঘ. শান্তি
৬. নিফাক শব্দের অর্থ কী?
ক. গোঁড়ামি খ. অবিশ্বাস
গ. কপটতা ঘ. মিথ্যাচার
৭. ঈমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয়Ñ
ক. নবী-রাসূলদের প্রতি বিশ্বাস
খ. আসমানি কিতাবের প্রতি বিশ্বাস
গ. আখিরাতের প্রতি বিশ্বাস
ঘ. আল্লাহর প্রতি বিশ্বাস
৮. মুনাফিকদের সম্পর্কে আল্লাহর সাক্ষ্যÑ
ক. মুনাফিকরা মিথ্যাবাদী
খ. মুনাফিকরা অত্যাচারী
গ, মুনাফিকরা অহঙ্কারী
ঘ. মুনাফিকরা হিংসাপরায়ণ
৯. প্রসিদ্ধ ফেরেশতা কতজন?
ক. ৩ জন খ. ৪ জন গ. ৫ জন ঘ. ৬ জন
১০. ইসলামের চরম শত্রু হলোÑ
ক. মুশরিকরা খ. মুনাফিকরা
গ. কাফিররা ঘ. মুরতাদরা
১১. আকাইদ শব্দের একবচন কী?
ক. আকিদা খ. আকাইদ
গ. আকিদুন ঘ. উকুদুন
১২. সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোনটি?
ক. যাবুর খ. তাওরাত
গ. আল-কুরআন ঘ. ইনজিল
১৩. মুনাফিকরা দুনিয়ায় ঘৃণিত ও নিন্দিত কারণÑ
ক. তারা বন্ধুবেশে মানুষের ক্ষতি সাধন করে
খ. তারা প্রকাশ্যে মানুষের ক্ষতি করে
গ. তারা অহঙ্কার করে
ঘ. তারা মানুষের অর্থসম্পদ কেড়ে নেয়
১৪. মানবজাতির মহান শিক্ষক কারা?
ক. বিজ্ঞানীরা খ. নবী-রাসূলরা
গ. ফেরেশতারা ঘ. বুজুর্গরা
১৫। নাজমা কথায় কথায় মিথ্যা ও অন্যের সাথে প্রতারণা করে। তাকে ইসলামের দৃষ্টিতে বলা হবেÑ
ক. মুনাফিক খ. মুশরিক
গ. কাফির ঘ. ফাসিক
উত্তর : ১. খ, ২.ঘ, ৩. ঘ, ৪. খ, ৫. গ, ৬.গ, ৭. ঘ, ৮. ক, ৯. খ, ১০. খ, ১১.ক, ১২. গ, ১৩. ক, ১৪. খ ১৫. ক।


আরো সংবাদ



premium cement