২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি সংখ্যা-১৫২ ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় চার : আখলাক

-

সুপ্রিয় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ‘অধ্যায় চার : আখলাক’ থেকে আরো ১৪টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৪৭। অশ্লীলতাকে আল্লাহ পাক ঘোষণা করেছেনÑ
ক. হালাল বলে খ. হারাম বলে
গ. অবৈধ বলে ঘ. বৈধ বলে
৪৮। নিষ্পাপ ও কোমলমতি ছাত্রছাত্রীদের চরিত্র হনন করেÑ
ক. অনৈতিকতা খ. অশ্লীলতা
গ. মদপান ঘ. ধূমপান
৪৯। কোনো ব্যক্তির জন্য সুপারিশ করে উপঢৌকন গ্রহণ করার নামÑ
ক. পুরস্কার খ. ন্যায্য পাওনা
গ. হাদিয়া ঘ. ঘুষ
৫০। ‘আর হিংসুকের অনিষ্ট থেকে আশ্রয় চাই, যখন সে হিংসা করে।’ এটি কার কথা?
ক. আল্লাহর
খ. মহানবি সা:
গ. হযরত আলী রা:
ঘ. হযরত আবু বকর রা:
৫১। আখলাক শব্দের বহুবচন নিচের কোনটি?
ক) খালিক খ) খুলকুন
গ) খলুকুন ঘ) খুলুকুন
৫২। নিচের কোনটি আখলাকের ওপর নির্ভরশীল?
ক) পার্থিব সুখ-শান্তি
খ) সম্পদ লাভ
গ) পারলৌকিক অশান্তি
ঘ) পার্থিব দুঃখ-কষ্ট
৫৩। যামিমা শব্দের অর্থ নিচের কোনটি?
ক) ভালো খ) প্রশংসনীয়
গ) সুন্দর ঘ) নিন্দনীয়
৫৪। আখলাক উন্নত জাতিরÑ
ক) শত্রু খ) জীবনীশক্তি
গ) অবলম্বন ঘ) মেরুদণ্ড
৫৫। কোন ধরনের জাতি শক্তিশালী?
ক) যে জাতির চরিত্র উন্নত
খ) যে জাতি শিক্ষিত
গ) যে জাতি সম্পদশালী
ঘ) যে জাতি বীর
৫৬। একজন ভালো ঈমানদার ব্যক্তি নিচের কোনটির অধিকারী হবে?
ক) ভালো চরিত্রের খ) পবিত্রতার
গ) ভালো আমলের ঘ) ধনসম্পদের
৫৭। কোন ধরনের ব্যক্তি সকলের নিকট ঘৃণিত ও নিন্দনীয়?
ক) কাফির ব্যক্তি খ) চরিত্রহীন ব্যক্তি
গ) মুমিন ব্যক্তি ঘ) ঈমানদার ব্যক্তি
৫৮। কিয়ামতের দিন মুমিনের পাল্লায় কোন জিনিসটি সবচেয়ে বেশি ভারী হবে?
ক) ফরজ নামাজ
খ) উত্তম চরিত্র
গ) দান-খয়রাতের সওয়াব
ঘ) সুন্নত নামাজ
৫৯। নিচের কোনটি খাঁটি মুমিনের পরিচয়?
ক) যারা সত্যবাদী
খ) যাদের চরিত্র সুন্দর
গ) যারা নিজেকে নিয়েই ভাবে
ঘ) যারা সর্বদা মানুষকে ধোঁকা দেয়
৬০। কিসের মাধ্যমে মানুষের পাপ খণ্ডন হয়?
ক) পরনিন্দার মাধ্যমে
খ) চোগলখোরির মাধ্যমে
গ) উত্তম চরিত্রের মাধ্যমে
ঘ) নীরব থাকার মাধ্যমে
উত্তর : ৪৭. খ ৪৮. খ ৪৯. ঘ ৫০. ক ৫১. ঘ ৫২. ক ৫৩. ঘ ৫৪. ক ৫৫.ক ৫৬. ক ৫৭. খ ৫৮. খ ৫৯. খ ৬০. গ।


আরো সংবাদ



premium cement