২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি সংখ্যা-১৫১ ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় চার : আখলাক

-

সুপ্রিয় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ‘অধ্যায় চার : আখলাক’ থেকে আরো ৮টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৩৯। সর্বস্তরের জনগণের উপকারে আসে এমন কাজের অভ্যাস করা দরকারÑ
ক. জন্মের পর থেকে
খ. ছোটবেলা থেকে
গ. বার্ধক্য এলে
ঘ. তারুণ্য থাকাকালে
৪০। ঘৃণা, সুদ, ঘুষ, অশ্লীলতা এগুলোÑ
ক. আখলাকে হামিদা
খ. আখলাকে যামিমা
গ. মন্দ অভ্যাস
ঘ. প্রশংসনীয় অভ্যাস
৪১। হযরত আদম আ:-এর পদমর্যাদা দেখে ঈর্ষান্বিত হয়েছিলÑ
ক. কাবিল খ. হাবিল
গ. ইবলিস ঘ. ফেরেশতা
৪২। অশ্লীলতা ত্যাগ করা অন্যতম বৈশিষ্ট্যÑ
ক. ফেরেশতার খ. মুমিনের
গ. মানুষের ঘ. শয়তানের
৪৩। মানুষের পারলৌকিক জীবনকে দুঃসহ করে তোলেÑ
ক. রক্ষণশীলতা খ. ব্যবসায়
গ. অশ্লীলতা ঘ. অবসাদ
৪৪। ‘আল্লাহ তায়ালা বলেছেন, অহঙ্কার আমার ভূষণ।’ Ñকোন হাদিস গ্রন্থের বাণী?
ক. ইবনে মাজাহ খ. মুসলিম
গ. তিরমিজি ঘ. আবু দাউদ
৪৫। দুনিয়া ও আখিরাতে ঘৃণিতÑ
ক. ঈমানদারেরা
খ. সত্যবাদীরা
গ. মুমিনগণ ঘ. অহঙ্কারীরা
৪৬। অহঙ্কারের স্তর কয়টি?
ক. দু’টি খ. পাঁচটি
গ. তিনটি ঘ. সাতটি
উত্তর : ৩৯.খ, ৪০.খ, ৪১. গ, ৪২. খ, ৪৩. গ, ৪৪. খ, ৪৫.ঘ, ৪৬. গ।

 


আরো সংবাদ



premium cement

সকল