২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

বাংলা কবিতা : দুই বিঘা জমি

-

মাস্টার ট্রেইনার (বাংলা) ও বোর্ড পরীক্ষক

সুপ্রিয় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘কবিতা : দুই বিঘা জমি’ থেকে আরো ৯টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১৪। কল্যাণময়ী ছিলে তুমি অয়িÑ এ মন্তব্যের ঈপ্সিত কারণ কোনটি?
ক) পাচরঙা পাতা অঞ্চলে গাঁথা, পুষ্পে খচিত কেশ!
খ) বুকভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে
গ) আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা!
ঘ) সপ্ত পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া
নিচে উল্লিখিত কবিতার সমার্থক পঙ্ক্তি কোনটি?
গঙ্গা ও যমুনা পদ্মা ও মেঘনা
বহিছে যাহার চরণ চুমি।
১৫। ক) অবারিত মাঠ, গগণ ললাট চুমে তব পদধূলি
খ) নমো নমো নম সুন্দরী মম জননী বঙ্গভুমি
গ) ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি
ঘ) রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি
১৬। কৃষক উপেন জমিদারকে তার ‘দুই বিঘা জমি’ দিতে চায়নি। কারণ সে জমি ছিলÑ
ক) বসতভিটার জন্য নির্ধারিত
খ) সাত পুরুষের স্মৃতিবিজড়িত
গ) দেবতার নামে উৎসর্গীকৃত
ঘ) দেনার দায়ে বন্ধক রাখা
১৭। ‘দুই বিঘা জমি’ কবিতায় বিলাসবেশ কার?
ক) বাবুর খ) জমিদারের নতুন ভিটার
গ) উপেনের পরিত্যক্ত ভিটার
ঘ) পারিষদবর্গের
১৮। রাজা চরিত্রে কোন দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে?
ক) সাম্যবাদী খ) সাম্রাজ্যবাদী
গ) শ্রেণিবাদী ঘ) নীতিবাদী
১৯।‘দুই বিঘা জমি’ কবিতায় উপেনের যে বৈশিষ্ট্য পাওয়া যায়Ñ
র) ভিটেবাড়ির প্রতি আকর্ষণ, প্রতিবাদী কণ্ঠ
রর) তোষামোদ, অহঙ্কার
ররর) ভয়হীনতা, বাচাল
নিচের কোনটি সঠিক?
ক) র খ) রর গ) র ও ররর ঘ) রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও :
মাটির কলসে জল ভরে
ঘরে ফিরে সলিমের বউ তার ভিজে দুটি পায়।
২০। ‘দুই বিঘা জমি’ কবিতায় যে দিকটি উদ্দীপকে ফুটে উঠেছে, তা হচ্ছেÑ
ক) নদীমাতৃক দেশ খ) গ্রামীণ আবহাওয়া
গ) দরিদ্র জীবন ঘ) স্মৃতিধন্য গ্রাম
২১। উপরের অনুচ্ছেদে ‘দুই বিঘা জমি’ কবিতার আলোকে ফুটে ওঠা ভাবটি নিচের কোন পঙ্ক্তিটিতে প্রকাশ পেয়েছে?
ক) চোখে আসে জল ভরে খ) আঁখি জলে ভাসি
গ) সজল চক্ষে, করুন রক্ষে ঘ) জল লয়ে যায় ঘরে
২২। ‘দুই বিঘা জমি’ কবিতার নামকরণ ‘দুই বিঘা জমি’র পরিবর্তে ‘অভাগা’ রাখা হলে নিচের কোনটি সমর্থনযোগ্য?
ক) জমিদারের জবরদস্তি খ) উপেনের ভাগ্য বিপর্যয়
গ) পরিষদবর্গের উপহাস ঘ) মালীর রূঢ় আচরণ
উত্তর : ১৪. গ, ১৫. ক, ১৬. খ, ১৭. খ, ১৮. খ, ১৯. ক, ২০. ঘ, ২১. ঘ, ২২. খ।

 


আরো সংবাদ



premium cement
চুয়াডাঙ্গায় হিট‌স্ট্রো‌কে যুবকের মৃত্যুর ৭ ঘণ্টা পর নারীর মৃত্যু ঢাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াল, যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৬ শ্যালকদের কোপে দুলাভাই খুন : গ্রেফতার ৩ তীব্র গরমে কী খাবেন আর কী খাবেন না এবার তালতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতির আপত্তিকর ভিডিও ভাইরাল বঙ্গবীর কাদের সিদ্দিকীকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বললেন এমপি জয় পঞ্চপল্লীর ঘটনায় ন্যায়বিচারের স্বার্থে যা দরকার দ্রুততম সময়ের মধ্যে করার নির্দেশ সরকার ভিন্ন মত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালাচ্ছে : মির্জা ফখরুল ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু বাকৃবির এক্স রোটারেক্টরর্স ফোরামের বৃত্তি প্রদান অনুষ্ঠিত পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, হিট স্ট্রোকে মৃত্যু ১

সকল