১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি সংখ্যা-১৩২ বাংলা কবিতা : দুই বিঘা জমি

-

মাস্টার ট্রেইনার (বাংলা) ও বোর্ড পরীক্ষক

সুপ্রিয় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘কবিতা : দুই বিঘা জমি’ থেকে আরো ৩টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১১। উপেন তার জমি হারিয়ে কোথায় কোথায় ঘুরেছেন?
র) ভূধরে, অনলে রর) সাগরে, বিজনে
ররর) নগরে, বন্দরে
নিচের কোনটি সঠিক?
ক) রর খ) ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :
‘আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই
ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই ॥
মামার বাড়ি ঝড়ের দিনে আম কুড়াতে সুখ
পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ ॥’
১২। উদ্দীপকে দুই বিঘা জমি কবিতার কোন দিকটি ফুটে উঠেছে?
ক) জমির প্রতি মমতা
খ) প্রকৃতি প্রেম
গ) স্বদেশপ্রেম
ঘ) স্মৃতিকাতরতা
১৩। উল্লিখিত দিকের সাদৃশ্যপূর্ণ চরণ হলোÑ
র) নমঃ নমঃ নমঃ সুন্দরী মম জননী বঙ্গভূমি!
রর) ¯িœগ্ধ শীতল দিঘি কালোজলÑনিশীথশীতল স্নেহ
ররর) আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা!
নিচের কোনটি সঠিক?
ক) রর খ) র ও রর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : ১১. ক, ১২. গ, ১৩. খ।


আরো সংবাদ



premium cement