২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি : বিজ্ঞান নবম অধ্যায় : বর্তনী ও চলবিদ্যুৎ

-

সুপ্রিয় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘নবম অধ্যায় : বর্তনী ও চলবিদ্যুৎ’ থেকে আরো ৬টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।
৯. কোন যন্ত্রে পর্যাবৃত্ত বিদ্যুৎ ব্যবহার করা হয়Ñ
ক) টর্চলাইট খ) ঘড়ি
গ) ক্যালকুলেটর ঘ) ফ্রিজ
উত্তর : ঘ) ফ্রিজ।
১০. বাড়ির মেইন ফিউজ সাধারণত কত অ্যাম্পিয়ারের হয়Ñ
ক) ৫ বা ১০ অ্যাম্পিয়ার
খ) ১৫ বা ৬০ অ্যাম্পিয়ার
গ) ২০ বা ৫০ অ্যাম্পিয়ার
ঘ) ৩০ বা ৬০ অ্যাম্পিয়ার
উত্তর : ঘ) ৩০ বা ৬০ অ্যাম্পিয়ার।
১১. ওহমের সূত্রে নিচের কোন রাশিটি স্থির থাকে?
ক) তাপমাত্রা
খ) সময়
গ) বিভব পার্থক্য
ঘ) তড়িৎ প্রবাহ
উত্তর : ক) তাপমাত্রা।
১২. ওহমের সূত্র কোনটি?
ক) ঠধ ১জ খ) ঠ = ১জ
গ) ও ধঠ ঘ) ঠধ জঝ
উত্তর : গ) ও ধঠ
১৩. আমাদের দেশে পর্যাবৃত্ত প্রবাহ প্রতি সেকেন্ডে কতবার দিক পরিবর্তন করে?
ক) ৫০ খ) ৬০
গ) ৭০ ঘ) ৮০
উত্তর : ক) ৫০
১৪. কোনো বর্তনীর বিদ্যুৎ প্রবাহ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?
ক) অ্যামিটার খ) ভোল্টমিটার
গ) ফিউজ ঘ) রোধ
উত্তর : ক) অ্যামিটার।


আরো সংবাদ



premium cement