২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

গণিত   সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

-

সুপ্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমরা নিশ্চয়ই জানো যে, গণিত বিষয়ে ১ নম্বর প্রশ্নে থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। পরীক্ষায় ২০টি প্রশ্ন থাকবে সবগুলো প্রশ্নের অর্থাৎ ২০টিরই উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নে ১ নম্বর করে মোট নম্বর থাকবে ২০। আজ তোমাদের গণিত বিষয়ের ‘অধ্যায় এক : গুণ’ থেকে আরো ১৬টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো।
অধ্যায় এক : গুণ
প্রশ্ন : ৬২৭৩´৯৯৯ কে সহজ পদ্ধতিতে গুণ করার প্রক্রিয়াটি লিখ।
উত্তর : ৬২৭২ ´৯৯৯ = ৬২৭৩ ´ (১০০০-১)
প্রশ্ন : গুণ্য ৬৭, গুণক ২৩, হলে গুণফল কত?
উত্তর : ১৫৪১
প্রশ্ন : গুণ্য ৫২৫৬ এবং গুণক শূন্য হলে, গুণফল কত হবে?
উত্তর : ০
প্রশ্ন : সহজ পদ্ধতিতে গুণ করতে গুণক ৯৯০-কে কিভাবে সাজাতে হবে?
উত্তর : ৯৯০ = ১০০০-১০
প্রশ্ন : সহজ পদ্ধতিতে গুণ করতে ৯৯৯ সমান কত লিখতে হবে?
উত্তর : ৯৯৯ = ১০০০-১
প্রশ্ন : ১০০০কে ১০১ দ্বারা গুণ করলে কত হবে?
উত্তর : ১০১০০০
প্রশ্ন : ১০০ সংখ্যাটিকে ০ দ্বারা গুণ করলে গুণফল কত হবে?
উত্তর : ০
প্রশ্ন : ৫৯ ´ ৃ - ৫৯, খালি ঘরের সংখ্যাটি কত?
উত্তর : ১
প্রশ্ন : ৫৩১´২০ = ১০৬২০; এখানে ৫৩১ সংখ্যাটি কী?
উত্তর : গুণ্য।
প্রশ্ন : ৬২৫´৫২৫ = ৩২৮১২৫, এখানে গুণক কোনটি?
উত্তর : ৫২৫
প্রশ্ন : গুণ্য হলো গুণকের তিনগুণ। গুণক ৬০ হলে, গুণফল কত?
উত্তর : ১০৮০০
প্রশ্ন : দুইটি সংখ্যার গুণফল ২৫৬, একটি সংখ্যার ৪ গুণ ১৬ হলে, অপরটি কত?
উত্তর : ৬৪
প্রশ্ন : একটি কলমের দাম ৫.৫০ টাকা হলে, ৪টি কলমের দাম কত?
উত্তর : ২২ টাকা।
প্রশ্ন : একটি ক্রিকেট বলের দাম ২১৫ টাকা। এরূপ ১৫৫টি বলের দাম কত?
উত্তর : ৩৩৩২৫ টাকা।
প্রশ্ন : ১ মিটার সমান ৩৯.৩৭ ইঞ্চি হলে, ১০ মিটার সমান কত?
উত্তর : ৩৯৩.৭ ইঞ্চি।
প্রশ্ন : ১ রিমে ৫০০ তা কাগজ হলে, ৭ রিমে কত তা কাগজ?
উত্তর : ৩৫০০ তা।


আরো সংবাদ



premium cement