১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

২০১৯ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি সংখ্যা-৫৩

বাংলা এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
-

মাস্টার ট্রেইনার (বাংলা) ও বোর্ড পরীক্ষক

সুপ্রিয় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ থেকে আরো ১০টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।র্
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
জামাল উদ্দিন স্কুল প্রতিষ্ঠা করতে গেলে প্রভাবশালী মহল ফুঁসে ওঠে, মিথ্যে মামলায় তাকে জেলে যেতে হয়। বারবার অত্যাচারিত, নিপীড়িত হয়েও জামাল উদ্দিন হাল ছাড়েননি, বরং প্রতিবাদে মুখর ছিলেন। এভাবে একসময় স্কুল প্রতিষ্ঠা করেই ক্ষান্ত হন।
১৩। উদ্দীপকে বঙ্গবন্ধুর কোন গুণটির দিককে ইঙ্গিত করে?
ক) ন্যায়পরায়ণতা
খ) সংগ্রামশীলতা
গ) সচেতনতা
ঘ) মানুষের প্রতি ভালোবাসা
১৪। উদ্দীপকে জামাল উদ্দিনের সাথে বঙ্গবন্ধুর সাদৃশ্য হচ্ছেÑ
র) নির্ভীকতায় রর) ঔদার্যে
ররর) লক্ষ্যে অটুট থাকার মানসিকতায়
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) রও ররর ঘ) র, রর ও ররর
১৫। জাতীয় অধিবেশন স্থগিত ঘোষণা করা হলে যেসব স্লোগান শহর-বন্দর-গ্রামে আন্দোলিত হয়, তা হলোÑ
র) জয় বাংলা
রর) এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
ররর) জাগো জাগো বাঙালি জাগো
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) রও ররর ঘ) র, রর ও ররর
১৬। পাকিস্তানে গণঅভ্যুত্থান হয় কত সালে?
ক) ১৯৫২ সালে
খ) ১৯৫৪ সালে
গ) ১৯৬৯ সালে
ঘ) ১৯৬৬ সালে
১৭। ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’Ñ কোন ধরনের রচনা?
ক) বিবৃতিমূলক রচনা
খ) নিবন্ধ ধরনের রচনা
গ) ভাষণ বা প্রবন্ধ
ঘ) ভাষণ বা কথিকা
১৮। শহিদের রক্তের ওপর দিয়ে শেখ মুজিবুর রহমান কোথায় যোগদান করতে চাননি?
ক) বি. আর. টিতে
খ) ন্যাশনাল এসেম্বলিতে
গ) আর. টি.সিতে
ঘ) এল. বি. টিতে
১৯। ৭ মার্চ বঙ্গবন্ধু কত লক্ষ লোকের উপস্থিতিতে ভাষণ দেন?
ক) ১৮ লক্ষ খ) ৬ লক্ষ
গ) ১০ লক্ষ ঘ) ৮ লক্ষ
২০। জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনে বঙ্গবন্ধু কোন ভাষায় ভাষণ দেন?
ক) ইংরেজি গ) হিন্দি
গ) বাংলা ঘ) ফরাসি
২১। আজ বাংলার মানুষ মুক্তি চায়Ñ বলতে কী বোঝানো হয়েছে?
ক) পাকিস্তানের শাসন থেকে মুক্তি
খ) তৎকালীন সরকারের শোষণ থেকে মুক্তি
গ) পাকিস্তানের শোষণ-নির্যাতন থেকে মুক্তি
ঘ) একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়
২২। আওয়ামী লীগ কবে নিরঙ্কুশ বিজয় অর্জন করে?
ক) ১৯৭০ সালে খ) ১৯৭৪ সালে
গ) ১৯৬৯ সালে ঘ) ১৯৬৬ সালে
উত্তর : ১৩. খ, ১৪. গ, ১৫. গ, ১৬. গ, ১৭. গ, ১৮. গ, ১৯. গ, ২০. গ, ২১. গ, ২২. ক।


আরো সংবাদ



premium cement
শিবপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর নিহত চকরিয়ায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৩ গাজা মানবিক নরকে পরিণত হয়েছে : জাতিসঙ্ঘ প্রধান রাফা হামলার পরিকল্পনা ইসরাইলের ত্যাগ করা উচিত : চীন গাজা যুদ্ধে নতুন যে কৌশল অবলম্বন করল ইসরাইল হাসপাতালের শৌচাগারে মিলল নবজাতক শিশু ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার ঢাকা সফর স্থগিত জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিসিডিপি গঠন করা হবে : পরিবেশমন্ত্রী অননুমোদিত জমি ভরাট কার্যক্রমের সন্ধান পেলে দ্রুত ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা ইসরাইলকে পারমাণবিক স্থাপনায় আঘাতের ব্যাপারে সতর্ক করলো আইআরজিসি

সকল