০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের লেখাপড়া : পর্বসংখ্যা-৯, বিজ্ঞান

প্রথম অধ্যায় : প্রাণিজগতের শ্রেণিবিন্যাস
-

সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘প্রথম অধ্যায় : প্রাণিজগতের শ্রেণিবিন্যাস’ থেকে একটি নমুনা সৃজনশীল প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করা হলো।
নিচের চিত্রটি লক্ষ করে প্রশ্নগুলোর উত্তর দাও।
ক. দ্বিপদ নামকরণ কী? ১
খ. শ্রেণিবিন্যাস বিদ্যা বলতে কী বোঝায়? ২
গ. অ প্রাণীটি কোন পর্বের? ব্যাখ্যা করো। ৩
ঘ. প্রাণী দু’টির মধ্যে কোনটি অধিক উন্নত? যুক্তিসহ বিশ্লেষণ করো। ৪
উত্তর : ক. দু’টি পদের মাধ্যমে একটি নির্দিষ্ট প্রজাতির জন্য একটি নির্দিষ্ট বৈজ্ঞানিক নাম প্রদান করাকে বলা হয় দ্বিপদ নামকরণ।
খ. প্রাণীদের মধ্যকার পারস্পরিক সম্পর্ক, সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ওপর ভিত্তি করে তাদের দলভুক্ত করার পদ্ধতি হলো শ্রেণিবিন্যাস। জীববিজ্ঞানের যে বিশেষ শাখায় শ্রেণিবিন্যাসের নীতি, পদ্ধতি, নামকরণের উপায়, নিয়মাবলি ইত্যাদি আলোচনা করা হয় তাকে শ্রেণিবিন্যাস বিদ্যা বলে। এর প্রধান নীতি হলো বৈশিষ্ট্য পর্যালোচনা, ধাপে অন্তর্ভুক্তকরণ, নামকরণ, সংরক্ষণ ও শনাক্তকরণ।
গ. অ প্রাণীটি আর্থ্র্রােপোডা পর্বের।
কারণ : ১। দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান।
২। নরম দেহ কাইটিনসমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত।
৩। দেহের রক্তপূর্ণ গহ্বরকে হিমোসিল বলে।
ঘ. উপরি উক্ত প্রাণী দু’টির মধ্যে অ প্রাণীটি প্রজাতি, যা আর্থ্রােপোডা পর্বের প্রাণী এবং ই প্রাণীটি কুনোব্যাঙ, যা কর্ডাটা পর্বের প্রাণী। কর্ডাটা পর্বের প্রাণীরা অন্যান্য প্রাণী অপেক্ষা উন্নত। তাই কুনো ব্যাঙ, প্রজাপতি অপেক্ষা অধিক উন্নত।
কর্ডাটা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য : র. নটোকর্ড হলো একটা নরম, নমনীয়, দণ্ডাকার, দৃঢ় অখণ্ডায়িত অঙ্গ। এই পর্বের প্রাণীর সারা জীবন অথবা ভ্রƒণ অবস্থায় পৃষ্ঠীয়দেশ বরাবর নটোকর্ড অবস্থান করে।
রর. পৃষ্ঠদেশে একক, ফাঁপা স্নায়ুরজ্জু থাকে।
ররর. সারা জীবন অথবা জীবনচক্রের কোনো একপর্যায়ে পার্শ্বীয় গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে।
মেরুদণ্ড থাকার কারণে কর্ডাটা পর্বের প্রাণীরা আর্থ্রােপোডা পর্বের প্রাণী অপেক্ষা উন্নত। তাই আমরা বলতে পারি প্রজাপতি অপেক্ষা কুনো ব্যাঙ অধিক উন্নত।


আরো সংবাদ



premium cement
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন : তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর আবুধাবির কারাগার থেকে দেশে ফিরেছেন ১৪ বীর কোনাবাড়ীতে কলেজছাত্রকে গুলি করে হত্যা : কনস্টেবল গ্রেফতার অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তগুলো যৌক্তিক : ফখরুল ‘একটি চক্র জামায়াত আমিরের বক্তব্য নিয়ে অপপ্রচার চালাচ্ছে’ অস্ত্র জমা দেয়নি শামীম ওসমান ও গাজী পরিবার এবি পার্টির উপদেষ্টার পদ ছাড়লেন ব্যারিস্টার রাজ্জাক কর্মকর্তাদের তালিকা চাওয়া নিয়ে বিতর্কে মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ আশুলিয়ায় শ্রমিক দলের সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫ রূপগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা না দেয়া ডাক্তারদের সনদ বাতিলের দাবি ড্যাবের

সকল