০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০, ১৯ জিলকদ ১৪৪৪
`

২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথম পত্র

গদ্যাংশ : শিক্ষা ও মনুষ্যত্ব
-

সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের বাংলা প্রথম পত্রের গদ্যাংশ : শিক্ষা ও মনুষ্যত্ব থেকে আরো ৮টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
২২। ‘অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দী’- এখানে ‘নিগড়’ শব্দটি কোন অর্থ বহন করে?
ক) বেড়ি ও আঁধার
খ) নিগ্রহ ও শিকল
গ) শিকল ও বেড়ি
ঘ) শিকল ও আঁধার
২৩। কারাগারকে তারাই স্বর্গতুল্য মনে করে, যারা-
i) মনুষ্যত্ববোধে জাগ্রত
ii) অর্থচিন্তার নিগড়ে বন্দী
iii) ক্ষুৎপিপাসায় তৃপ্ত
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৪। মানুষকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে কী?
(ক) শুভবুদ্ধি
খ) সহানুভূতি
গ) স্বার্থবুদ্ধি
ঘ) সহযোগিতা
২৫। কোনটি সম্বন্ধে সচেতন না থাকলে মানুষকে মুক্তি দিয়ে বেশি দূর নেয়া যাবে না?
(ক) স্বার্থ (খ) লক্ষ্য
(গ) লাভ (ঘ) জীবন
২৬। শিক্ষার আসল কাজ কী?
ক) মানুষের মনুষ্যত্বকে জাগ্রত করা
খ) মানুষকে জ্ঞানদান করা
গ) মানুষকে মনুষ্যত্বের সাথে পরিচয় করিয়ে দেয়া
ঘ) মানুষকে কর্মমুখী করা
২৭। মুক্তির আনন্দ পুরোপুরি উপভোগ করা যায় না, যখন মানুষ মগ্ন থাকে-
i) অন্নবস্ত্রের চিন্তায়
ii) শিক্ষা গ্রহণের চিন্তায়
iii) জীবনসত্তার চিন্তায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৮। কে সকলকে বন্দী করে রেখেছে?
(ক) অজ্ঞতা (খ) অর্থচিন্তা
(গ) মনুষ্যত্ব (ঘ) অশিক্ষা
২৯। নিচের কোনটি সাধারণত মনুষ্য স্বভাবের বিপরীত?
i) ফলশূন্য হলে বৃক্ষ সদা সমুন্নত থাকে
ii) বৃক্ষ কখনো অহঙ্কারে মাথা নিচু করে না
iii) ফলশালী হলে বৃক্ষের মাথা থাকে অবনত
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) iii (ঘ) i ও iii
উত্তর : ২২.গ, ২৩.গ, ২৪.গ, ২৫. খ, ২৬.গ, ২৭.খ, ২৮.খ, ২৯.ঘ।


আরো সংবাদ


premium cement
শান্তিপূর্ণ সমাবেশ বাস্তবায়নে সকলের সহযোগিতা চাই- নূরুল ইসলাম বুলবুল আইনমন্ত্রীর কথায় ১৫ বছরের দমন নিপীড়ন প্রমাণিত হয়েছে : রিজভী ইউরোপে আশ্রয়ের পথে বাংলাদেশীদের সামনে আরো বাধা ফতুল্লায় চার্জার ফ্যান বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৫ ইসলামী আন্দোলনের কর্মীদের কোনো পরাজয় নেই : আব্দুল হালিম আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু রাজধানীতে ঝুম বৃষ্টি গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩ সড়কের উন্নয়নে কাটা হচ্ছে সহস্রাধিক গাছ, হুমকির মুখে পরিবেশ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর কাছে সরকারের পাওনা বেড়েছে ৬৩,৫৯২ কোটি টাকা কার ওয়াশ কেন্দ্রে ফিলিস্তিন বংশোদ্ভূত ৫ ইসরাইলিকে গুলি করে হত্যা

সকল