২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বাংলা প্রবন্ধ : বাংলা নববর্ষ

-

মাস্টার ট্রেইনার (বাংলা) ও বোর্ড পরীক্ষক

সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘প্রবন্ধ : বাংলা নববর্ষ’ থেকে আরো ৫টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৪। বাংলা নববর্ষের প্রধান অনুষ্ঠান কোনটি?
ক) আনন্দ শোভাযাত্রা খ) হালখাতা
গ) ভূরিভোজ ঘ) বৈশাখী মেলা
৫। পান-সুপারি কোন অনুষ্ঠানের অনুষঙ্গ?
ক) হালখাতা খ) পুণ্যাহ
গ) বৈশাখী মেলা গ) পহেলা বৈশাখ
৬। বাকিতে কেনা জিনিসপত্র যারা কেনে তাদের মিলন মেলা ঘটে কোনটির মাধ্যমে?
ক) বৈশাখী মেলা খ) ঈদ উৎসব
গ) নববর্ষ ঘ) হালখাতা
৭। ‘বাংলা নববর্ষ’ প্রবন্ধে কোন উৎসবটিকে সবচেয়ে প্রাচীন উৎসব বলে বিবেচনা করা হয়েছে?
ক বৈশাখী খ) হালখাতা
গ) পুণ্যাহ ঘ) আমানি
৮। চট্টগ্রাম অঞ্চলের পয়লা বৈশাখ জমে ওঠে কিসের জন্য?
ক) ঘুড়ি ওড়ানোর মেলা
খ) কুস্তি খেলা
গ) ষাঁড়ের লড়াই
ঘ) মোরগ লড়াই
উত্তর : ৪. ঘ, ৫. খ, ৬. ঘ, ৭. ঘ, ৮. খ।


আরো সংবাদ



premium cement