শায়েস্তাগঞ্জে পিকআপের চাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত
- মো: আব্দুর রকিব, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
- ০৭ জুলাই ২০২৪, ০৯:৫১
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সিএনজি অটোরিকশা ও পিকআপভ্যানের সংঘর্ষে মিতু আক্তার (২৫) নামে এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৪ যাত্রী আহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সুতাং নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিতু আক্তার মাধবপুর উপজেলার বাখরনগর গ্রামের স্বপন মিয়ার স্ত্রী। আহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
পুলিশ সূত্র জানায়, মিতু আক্তার হবিগঞ্জ থেকে ডাক্তার দেখানো শেষ করে সিএনজি অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিতু আক্তার নিহত হন। আহত চারজনকে স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো: তরিকুল ইসলাম জানান, গাড়িটি জব্দ করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা