১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিলেটের সাথে ৯ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

- ছবি - ইন্টারনেট

সিলেটের ফেঞ্চুগঞ্জে চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটির দু’টি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় নয় ঘণ্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে লাইনচ্যুত বগি দু’টি উদ্ধারের পর ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো: নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফেঞ্চুগঞ্জের কটালপুর এলাকায় ওই ট্রেনের বগি লাইনচ্যুত হয়। ফলে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এ ঘটনায় রাত ও ভোরে যাতায়াতকারী উপবন ও কালনী এক্সপ্রেস ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে।

ট্রেনের যাত্রী ও স্থানীয়রা জানিয়েছেন, দ্রুতগামী ট্রেনটির চলার মধ্যেই কয়েকটি কামরা বিচ্ছিন্ন হয়ে পড়ে। টের পেয়ে ট্রেনের সামনের অংশ হঠাৎ গতি কমালে দু’টি অংশের ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি।

এ সময় আতঙ্কে ট্রেনের কয়েকজন যাত্রী লাফ দিয়ে পাশের খালে গিয়ে পড়েন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

স্টেশনের ম্যানেজার মো. নুরুল ইসলাম বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেনটি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফেঞ্চুগঞ্জের কটালপুর এলাকায় পৌঁছালে বিকট শব্দে দু’টি বগি লাইনচ্যুত হয়। ফলে সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে উদ্ধারকারী দল কুলাউড়া জংশন থেকে এসে ট্রেনটি উদ্ধার তৎপরতা শুরু করে। ট্রেন দুর্ঘটনার নয় ঘণ্টা পর লাইনচ্যুত বগি দু’টি উদ্ধার করা হয়। এরপর সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।


আরো সংবাদ



premium cement