ভারত ভ্রমণ শেষে ফেরার পথে পর্যটকের মৃত্যু
- জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা
- ২৩ জুন ২০২৪, ১১:৫৮
সিলেটে তামাবিল-ডাউকি সীমান্তে ভারত ভ্রমণ শেষ দেশে ফেরার পথে জুনায়েদ হোসাইন (৪৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
শনিবার (২২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। পরে রাত ১২টার দিকে ভারতীয় ডাউকি ইমিগ্রেশন পুলিশ লাশ তামাবিল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
জুনায়েদ হোসাইন রাজধানীর শ্যামলীর মরহুম মো: ইকবাল হোসেনের ছেলে। তিনি বুধবার (১৯ জুন) তার স্ত্রী ও সন্তানদের নিয়ে তামাবিল ইমিগ্রেশন হয়ে ভারত ভ্রমণে যান।
সূত্রে জানা গেছে, শনিবার (২২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের ডাউকি ইমিগ্রেশনে কার্যক্রম সম্পন্ন করেন। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) চেকপোস্টে আসার পর তিনি জানান, তার সন্তানের পাসপোর্টে ভারতের ডাউকি ইমিগ্রেশনে সিল দেয়া হয়নি। পাসপোর্টে সিল আনতে ইমিগ্রেশনে যাওয়া পথে জুনায়েদ হোসাইন বুকের ব্যথা অনুভব করেন। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়লে সাথে সাথে ভারতের ডাউকি ইমিগ্রেশন পুলিশ চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে যায় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তামাবিল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রুনু মিয়া বলেন, ‘ঘটনার পর ডাউকি ইমিগ্রেশন পুলিশ বিষয়টি আমাদের অবগত করে। ভারতের ডাউকি পুলিশ আইনগত প্রক্রিয়া শেষ করে রাত সাড়ে ১২টার দিকে জুনায়েদ হোসাইনের লাশ এবং মৃত্যুর প্রয়োজনীয় কাগজপত্র তামাবিল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
তিনি আরো জানান, লাশ হস্তান্তরের সময় তামাবিল সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন। পরে লাশ জুনায়েদের নিকট আত্মীয় (স্ত্রী ও বোন) ইমিগ্রেশন পুলিশের কাছ থেকে বুঝিয়ে নেন।