১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পাহাড়ি ঢলে দোয়ারাবাজারে নিম্নাঞ্চল প্লাবিত, নদী ভাঙনে ঘরবাড়ি বিলীন

- ছবি : নয়া দিগন্ত

টানা বর্ষণ আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রাস্তা ভেঙে ও তলিয়ে যাওয়ায় বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কোনো কোনো স্থানে নদী ভাঙনও বেড়েছে। এতে অনেক পরিবার গৃহহীন হয়ে পড়েছে।

দোয়ারাবাজার উপজেলার সুরমা, চেলা, মরা চেলা, চিলাই, চলতি, কালিউরি, খাসিয়ামারা ও ধুমখালীসহ নদী-নালার পানি বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। পাহাড়ি ঢলের তোড়ে উপজেলার বেশ কয়েকটি হাট-বাজার, শিক্ষা-প্রতিষ্ঠান, রাস্তা তলিয়ে গেছে। এছাড়া বিভিন্ন নদী তীরবর্তী রাস্তার একাধিক স্থানে ভাঙন শুরু হয়েছে। নিম্নাঞ্চল ও হাওরপাড়ের লোকজন বন্যার পদধ্বনিতে নির্ঘুম রাত কাটাচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, নদী ভাঙ্গন কবলিত এলাকার নদীর পাড়ের বাসিন্দারা ঝুঁকিপূর্ণ বসতিগুলো থেকে নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছেন। বৃহস্পতিবার রাত থেকে টানা বর্ষণ আর ভারত থেকে নেমে আসা পাহাড়িয়া ঢলে শনিবার সকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলা নদী, লক্ষিপুর ইউনিয়নের খাসিয়ামারা নদীর নিকটবর্তী এলাকায় নদী ভাঙ্গনে বসতঘর বিলিন হওয়ার এসব চিত্র দেখা যায়। ইতোমধ্যে চেলা নদীর ভাঙ্গনে বসতঘর হারানো পরিবারগুলো এলাকায় বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন।

সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, ভারতের চেরাপুঞ্জিতে রেকর্ড পরিমাণ বৃষ্টি অব্যাহত থাকায় দোয়ারাবাজারের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আমরা নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করবো।


আরো সংবাদ



premium cement
আর কোনো শহীদের লাশ উত্তোলন করতে দেয়া হবে না : সারজিস আলম রোববার থেকে ঢাকা-গাজীপুর রুটে চলবে বিআরটিসির এসি বাস সার্ভিস জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মীর খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ বিজয় দিবসে জেলা-উপজেলায় বিজয়মেলা হবে শীতে কাঁপছে চুয়াডাঙ্গা দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ চার স্তরের নিরাপত্তা থাকবে জাতীয় স্মৃতিসৌধে : ডিআইজি ঢাকা রেঞ্জ বিজয় দিবসে ঢাকা মহানগর ছাড়া সারাদেশে বিএনপির র‌্যালি ‘বন্দীদের তালিকা দিতে অস্বীকৃতি হামাসের’ ঢাকায় ৬ দিনব্যাপী নগর কৃষি মেলা শুরু জর্জিয়ার প্রেসিডেন্ট প্রার্থী সাবেক ফুটবলার মিখেইল কাভেলাশভিলি

সকল