পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
- ১৪ জুন ২০২৪, ০৬:০৫
সিলেট তামাবিল মহাসড়কে নম্বরবিহীন পিকআপ ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত তথা শুক্রবার ভোর রাত ১২টায় ১০ মিনিটের দিকে সিলেট তামাবিল মহাসড়কের চিকনাগুল পানিছড়াস্থ সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ৮ নম্বর কুপের সামনে জাফলং অভিমুখি দ্রুতগামী ডিআই পিকআপ ভ্যানের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তির নাম ময়নুল হোসেন আয়ানি (৫৫)। তিনি ৬ নম্বর চিকনাগুল ইউনিয়নের অন্তর্ভুক্ত উমনপুর গ্রামের মরহুম ঈসা মেম্বারের ছেলে। নিহত ময়নুল সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের উপ-ব্যবস্থাপক (সার্ভিস) পদে কর্মরত ছিলেন।
প্রত্যেক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের প্রধান ফটক থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি উমনপুর যাওয়ার পথে হঠাৎ জাফলংগামী একটি ডিআই পিকআপ ভ্যান মোটরসাইকেলের পিছন থেকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে আহত অবস্থায় পাওয়া ময়নুল হোসেনকে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। তখন রাত অনুমান ১টায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের সাথে আলাপকালে জানা যায় দুর্ঘটনার পর তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়।
এদিকে চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী ময়নুল হোসেন আয়ানির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। স্থানীয় বিক্ষুব্ধ জনতা সিলেট তামাবিল মহাসড়ক অবরোধ করে রেখেছে। ফলে কারণে মহাসড়কের দুই পাশে যানবাহনের লম্বা লাইন সৃষ্টি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত ২.৩০ মিনিটে তামাবিল হাইওয়ে ও জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
ঘটনাস্থলে রয়েছেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সাহাদ উদ্দিন (সাদ্দাম), মহিলা ভাইস চেয়ারম্যান সেনারা বেগম, সাবেক ভাইস-চেয়ারম্যান মুহিবুল হক মুহিব, ফতেপুর ইউপি চেয়ারম্যান রফিক আহমেদ, জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, চিকনাগুল ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, আওয়ামী নেতা হানিফ মোহাম্মদ প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা