শায়েস্তাগঞ্জে শতাধিক বস্তা চিনিসহ ১৩ চোরাকারবারি আটক
- শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা
- ০৭ জুন ২০২৪, ১১:৪৬
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঈদুল আযহাকে সামনে রেখে সীমান্ত দিয়ে চোরাই পথে চিনি, চাপাতা, জিরা, গরম মসলা ও মাদকসহ বিভিন্ন পণ্য বাংলাদেশে প্রবেশ করছে। মাঝে মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী চোরাকারবারি চক্রের সদস্যদের আটক করলেও মূল হোতারা থেকে যায় ধরা ছোয়ার বাহিরে।
শুক্রবার মামলা দিয়ে আটককৃতদের আদালতে পাঠানো হবে। এর আগে, বৃহস্পতিবার বিকেলে শায়েস্তাগঞ্জ মহাসড়কে এক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
জানা গেছে, হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমানের নির্দেশে ও শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়ার নেতৃত্বে এক দল পুলিশ মহাসড়কের বিরামচর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় চিনির বস্তা ভর্তি পাঁচটি ট্রাক আটক করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ট্রাকচালক, হেলপার ও চোরাকারবারিসহ মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা চোরাকারবারের কথা স্বীকার করেছে।
এ সময় প্রতিটি ট্রাকে ১৮০ বস্তা করে মোট ৯০০ বস্তা চিনি জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় কোটি টাকা।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরো জানান, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটককৃতদের বাড়ি বিভিন্ন জেলায়। তাদের মূল হোতাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দিয়ে শুক্রবার আটককৃতদের আদালতে প্রেরণ করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা