১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিলেট নগরীর বন্যা পরিস্থিতির উন্নতি

- ছবি : সংগৃহীত

সিলেট নগরীর বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে কিছু কিছু ওয়ার্ডে এখনো পানি রয়েছে। ওইসব এলাকাসহ আশ্রয় কেন্দ্রগুলোতে এখনো ত্রাণ সেবা অব্যাহত রেখেছে সিলেট সিটি করপোরেশন।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে, মঙ্গলবার বেলা ৩টা পর্যন্ত সুরমা নদীর পানি বিপৎসীমার ১০ দশমিক ৭২ সেন্টিমিটারে নেমে এসেছে। আর গত ২৪ ঘণ্টায় ৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী দুই থেকে চার দিন টানা বৃষ্টি না হলে সুরমা নদীর পানি আরো কমে যাবে।

গত সোমবার সুরমা নদীর পানি বিপৎসীমার ১০ দশমিক ৯৪ সেন্টিমিটার পর্যন্ত উঠেছিল এবং ২১৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল।

কাউন্সিলররা জানিয়েছে, সিসিকের বেশিভাগ এলাকায় পানি কমতে শুরু করেছে। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ঠাই নেয়া মানুষ অনেকেই নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন।

তবে, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলররা জানিয়েছেন, সিসিকের পক্ষ থেকে এখনো আশ্রয়কেন্দ্রগুলোতে খাবারসহ ওষুধ বিতরণ করা হচ্ছে।

সিসিকের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর বলেন, সিলেট মহানগরীর প্রায় ২৮টি ওয়ার্ডে বন্যা পরিস্থিতি দেখা দেয়। স্থানীয় কাউন্সিলরদের তত্ত্বাবধানে বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্র খুলে দেয়া হয়। সেখানে নিয়মিত রান্না করা খাবার ও ওষুধ সামগ্রী সরবরাহ করা হয়।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement