কোম্পানীগঞ্জে সীমান্ত এলাকা থেকে যুবকের লাশ উদ্ধার
- নয়া দিগন্ত অনলাইন
- ০২ জুন ২০২৪, ১২:৪৬
সিলেটের কোম্পানীগঞ্জে সীমান্ত এলাকা থেকে নুরুজ্জামিন (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার (২ জুন) সকাল সাড়ে ৭টায় উপজেলার নারাইনপুর সীমান্ত থেকে লাশটি উদ্ধার করে বিজিবি ও পুলিশ।
নুরুজ্জামিন ওই উপজেলার চিকাডহর গ্রামের মরহুম হানিফ আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, রোববার সকাল সাড়ে ৭টায় মাছ ধরতে গিয়ে নদীতে ভাসমান লাশ দেখে এলাকায় খবর দেয়া হলে বিজিবি ও পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
কোম্পানীগঞ্জ থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। তবে কখন ও কিভাবে তার মৃত্যু হয়েছে এ ব্যাপারে এখন কিছু বলা সম্ভব নয়।’
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা