১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পাহাড়ি ঢলে বাড়ছে সুনামগঞ্জের সুরমা নদীর পানি, তবে ভয় নেই

পাহাড়ি ঢলে বাড়ছে সুনামগঞ্জের সুরমা নদীর পানি - নয়া দিগন্ত

ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে বৃষ্টির ফলে পাহাড়ি ঢলে ও সুনামগঞ্জে কয়েক দিনের বৃষ্টিতে সুরমা নদীর পানি বাড়ছে ধীরে ধীরে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, এখনো বন্যার আশঙ্কা নেই।

তবে কৃষক ও স্থানীয় বাসিন্ধারা জানিয়েছে, এই মুহূর্তে হাওরগুলোতে পানির খুব প্রয়োজন। সময় মতো হাওরে পানি না এলে কৃষি-জমি রোপনের সময় পানির কারণে কৃষকদের নানান ঝামেলা পোহাতে হয়। সময়ে পানি এলে জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশের ভারসাম্য ঠিক থাকে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, জেলার সবগুলো হাওর পানিশূন্য থাকায় পাহাড়ি ঢলের পানি হাওরে প্রবেশ করলে নদীর পানি অনেকটা কমে যাবে।

শনিবার দুপরে (১ জুন) শহরের ওয়েজখালী এলাকার বাসিন্দা রহিমুল কবির জানান, ‘এখনো তেমন পানি হয়নি। পানির বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এখন তো পানি আসার সময়, পানি আসবেই। এতে আমরা শঙ্কিত না।’

সংবাদকর্মী আব্দুস সামাদ আফিন্দী নাহিদ বলেন, ‘সুনামগঞ্জের হওরে এখন পানি আসা খুব প্রয়োজন। জেলায় ছোট বড় ১৩৭টি হাওর আছে। এই হাওরগুলোতে পানি প্রবেশ না করলে পরবর্তীতে কৃষিকাজের সময় কৃষকের বেশ ভোগান্তি হবে।’

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, ‘পাহাড়ি ঢলের কারণে সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ বন্যা পরিস্থিতির তৈরি হয়েছে। এই পানি সুরমা নদী ও কুশিয়ারা নদী হয়ে সুনামগঞ্জে নামছে। এতে নদীর পানি কিছু বাড়বে, তবে বন্যার আশঙ্কা নেই। আমাদের হাওরগুলো এখনো শুকানো আছে, এতে পর্যাপ্ত পরিমাণ পানি ধারণ ক্ষমতা আছে। হাওরে এখন পানি প্রবেশ করলে নদীর পানি কমে যাবে। এখন জৈষ্ঠ্য মাস, ভারতের চেরাপুঞ্জি ও সুনামগঞ্জে বৃষ্টিপাত স্বাভাবিক থাকবে। এখন ভয়ের কারণ নেই।’


আরো সংবাদ



premium cement
বিজয় দিবসে জেলা-উপজেলায় বিজয়মেলা হবে শীতে কাঁপছে চুয়াডাঙ্গা দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ সিরিয়া যাচ্ছেন কাতারের প্রতিনিধিদল : কাতারের কূটনীতিক চার স্তরের নিরাপত্তা থাকবে জাতীয় স্মৃতিসৌধে : ডিআইজি ঢাকা রেঞ্জ বিজয় দিবসে ঢাকা মহানগর ছাড়া সারাদেশে বিএনপির র‌্যালি ‘বন্দীদের তালিকা দিতে অস্বীকৃতি হামাসের’ ঢাকায় ৬ দিনব্যাপী নগর কৃষি মেলা শুরু জর্জিয়ার প্রেসিডেন্ট প্রার্থী সাবেক ফুটবলার মিখেইল কাভেলাশভিলি ১১ মাস ধরে সারকারখানায় উৎপাদন বন্ধ, গ্যাসের দাবিতে বিক্ষোভ এশিয়ান ওপেন তায়কোয়ানদোতে সিলভার পেলেন বগুড়ার রুফাইদা

সকল