১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শায়েস্তাগঞ্জে শতাধিক বস্তা চিনিসহ ২ চোরাকারবারি আটক

- ছবি : নয়া দিগন্ত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে শতাধিক বস্তা চিনিসহ উৎস পাল ও সিদ্দিক মিয়া নামে দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে শায়েস্তাগঞ্জ হাসপাতাল সড়কের একটি গুদামে অভিযান চালিয়ে ১২৭ বস্তা চিনি জব্দ করা হয়।

জানা গেছে, অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমানের নির্দেশে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূইয়ার নেতৃত্বে পুলিশের একটি দল শায়েস্তাগঞ্জ পৌরসভার হাসপাতাল রোডের একটি গুদামে অভিযান চালিয়ে ১২৭ বস্তা ভারতীয় চিনি জব্দ করেন। এ সময় উৎস পাল ও সিদ্দিক মিয়া নামে দুই চোরাকারবারিকে আটক করা হয়।

আরো জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধ ভারতীয় চিনি ও চা পাতা বিক্রি করে আসছে। কোরবানি ঈদকে সামনে রেখে চোরাকারবারিরা আরো বেপরোয়া হয়ে উঠেছে। তারা বাল্লা সীমান্ত, চিমটিবিলসহ বিভিন্ন সীমান্ত দিয়ে এসব চিনি ও চা পাতা নিয়ে আসে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, চিনি জব্দ করা হয়েছে এ বিষয়ে মামলা হবে। এই চক্রের সাথে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement