১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দিরাইয়ে হিট স্ট্রোকে মাদরাসাশিক্ষকের মৃত্যু

মাওলানা আছদ্দর আলী। - ছবি : নয়া দিগন্ত

সুনামগঞ্জের দিরাইয়ে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মাওলানা আছদ্দর আলী (৫৮) নামে একজন মাদরাসাশিক্ষক ইন্তেকাল করেছেন।

শুক্রবার (১৭ মে) মাদরাসা-সংলগ্ন ধল শাহী মসজিদে জুমার নামাজ শেষে বের হলে মাদরাসা গেইটের কাছে এ ঘটনা ঘটে।

তিনি দিরাই উপজেলার ধল আশ্রম দাখিল মাদরাসার সহকারী শিক্ষক ও বানিয়াচং উপজেলার তোপখানা গ্রামের আবুল হাশেমের ছেলে।

জানা যায়, মাদরাসা গেইটে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা ফারুক আহমেদসহ স্থানীয় মুসল্লিরা তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। বিকাল ২টা ৩০ মিনিটে হাসপাতালে আসার পর কর্তব্যরত চিকিৎসক তখন মাওলানা আছদ্দর আলীকে মৃত ঘোষণা করেন।

ধল আশ্রম দাখিল মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা ফারুক আহমেদ জানান, তিনি এ মাদরাসা ছাত্র ছিলেন। পরবর্তীতে ওই মাদরাসায় দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশায় কর্মরত। জুমার নামাজ শেষে মাদরাসা গেইটের কাছে তিনি অতিরিক্ত গরমে অজ্ঞান হন। তাকে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরহুমের লাশ এম্বুলেন্সে করে গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার রায়হান উদ্দিন বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা গেছেন।


আরো সংবাদ



premium cement