১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জুড়ীতে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী যারা

- ছবি : নয়া দিগন্ত

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদ নির্বাচন গতকাল কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে টানা ৮ ঘণ্টা ভোট গ্রহণ চলে। এ সময় ভোটাররা আনন্দঘন পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

নির্বাচনে চেয়ারম্যান পদে কিশোর রায় চৌধুরী মনি (কাপ-পিরিচ) প্রতীকে ১৯ হাজার ৯১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান এম এ মোঈদ ফারুখ (আনারস) প্রতীক পেয়েছেন ১৫ হাজার ১৮৮ ভোট।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে জুয়েল রানা (চশমা) প্রতীকে ২১ হাজার ৩২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী মাওলানা আব্দুস শহিদ (টিয়া-পাখি) প্রতীক পেয়েছেন ১৩ হাজার ২৭৯ ভোট।

অন্যদিকে, নারী ভাইস চেয়ারম্যান পদে শিল্পী বেগম (ফুটবল) প্রতীকে ২৯ হাজার ৫৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী বর্তমান নারী ভাইস চেয়ারম্যান (প্রজাপতি) প্রতীক পেয়েছেন ১৯ হাজার ৭৭৯ ভোট।


আরো সংবাদ



premium cement