দোয়ারাবাজারে মইন হত্যাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ
- দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা
- ০৩ মে ২০২৪, ২৩:১৭
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ব্যবসায়ী ও শালিশ ব্যক্তিত্ব মইন উদ্দিন আহমদেরর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
শুক্রবার (৩ মে) সন্ধ্যা ৭টার দিকে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের চাইরগাঁও বাজারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে এলাকার বেশ কয়েকটি গ্রামের পাঁচ শতাধিক মানুষ অংশ গ্রহণ করে।
এ সময় বক্তারা বলেন, উত্তর সুরমার তথা দোয়ারাবাজার উপজেলার বিশিষ্ট শালিশ ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী ও সমাজ সেবক মইন উদ্দিন আহমদকে রোববার (২৮ এপ্রিল) রাতে মোবাইল কলের মাধ্যমে ডেকে নিয়ে হত্যা করে চেলা নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা। দু’দিন পর মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে চেলানদীর পাথর শ্রমিকরা মইনউদ্দিনের লাশ নদীতে দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
তবে লাশ উদ্ধার করে সুনামগঞ্জে ময়নাতদন্তের পর লাশ দাফন করা হলেও ঘটনার তিন দিনে এখনো মৃত্যুর রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। এনিয়ে ক্ষোব্ধ এলাকাবাসীর দাবি পুলিশ যেনো দ্রুত মইন উদ্দিন আহমদের হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা