আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার
- এস এম খোকন, বানিয়াচং (হবিগঞ্জ)
- ২৩ এপ্রিল ২০২৪, ১৩:১০
আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মর্তুজা হাসাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ এপ্রিল) দিবাগত রাত আড়াইটায় হবিগঞ্জ শহরের চিড়াকান্দি এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, ২০১৭ সালে আজমিরীগঞ্জ থানায় মর্তুজা হাসানের বিরুদ্ধে দায়ের করা এক মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। এর আগে ২০১৮ সালের ৪ আগস্ট আদালত থেকে ওয়ারেন্ট ইস্যু হয় উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসানের নামে। কিন্তু উপজেলা চেয়ারম্যান ছাড়া ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হওয়ায় ওয়ারেন্ট থাকার পরও তিনি প্রকাশ্যে ছিলেন।
মর্তুজা হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো: রফিকুল ইসলাম জানান, উপজেলা চেয়ারম্যানকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।
আগামী ৮ মে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মর্তুজা হাসান একজন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী। তাকে গ্রেফতারের পর এলাকায় আলোচনার ঝড় বইছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা