১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিলেটে বজ্রপাতে ইমামের মৃত্যু

সিলেটে বজ্রপাতে ইমামের মৃত্যু - ছবি : নয়া দিগন্ত

সিলেটে মসজিদে নামাজ পড়াতে যাওয়ার সময় বজ্রপাতে এক ইমামের মৃত্যু হয়েছে।

রোববার (২১ এপ্রিল) ভোর রাত ৪টার দিকে জৈন্তাপুর উপজেলার লক্ষীপ্রসাদ হাওর এলাকায় বজ্রাঘাতের এ ঘটনা ঘটে।

মারা যাওয়া হাফেজ কবীর উদ্দিন (৩৫) কানাইঘাট উপজেলার বড়চতুল সোনাতলা এলাকার এবাদুর রহমানের ছেলে। তিনি জৈন্তাপুরের টিকরপাড়া মসজিদে ইমামতি করতেন।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তাজুল ইসলাম জানান, ফজরের নামাজ পড়াতে টিকরপাড়া মসজিদে যাচ্ছিলেন ইমাম হাফেজ কবীর উদ্দিন। পথিমধ্যে বজ্রপাতে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।


আরো সংবাদ



premium cement