১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কসবায় মতি মেম্বার ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান

- ছবি : নয়া দিগন্ত

মানবতার সেবায় নিয়োজিত কসবার অরাজনৈতিক সামাজিক সংগঠন আব্দুল মান্নান মতি মেম্বার ফাউন্ডেশনের উদ্যোগে পাঁচ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করেছে। মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেল বেলা বি-বাড়িয়ার মেম্বার ভবন চত্বরে এক ইফতার মাহফিলে তাদের বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা আতাউর রহমান সরকার সভাপতিত্ব করেন। পরিচালনা করেন বি-বাড়ীয়া স্টুডেন্ট ফাউন্ডেশনের সাবেক সদস্য সচিব নুরুল আমিন।

এতে বক্তব্য রাখেন কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জহিরুল হক, কসবা পুরাতন বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হুদা শিপন, কাজী সিরাজুল ইসলাম, পরিবহন ব্যবসায়ী কাউসার আহমেদ, বিশিষ্ট শিশু সংগঠক গোলাল মোয়াজ্জেম সাঈদী, শ্রমিক নেতা আল আমিন সরকার, নোয়াপাড়া দরবার শরিফের পীর শিবলী নোমানী, ইফা কর্মকর্তা আখতার হোসেন, আড়াইবাড়ী মাদরাসার সিনিয়র শিক্ষক আব্দুর রহমান, মরহুমের সন্তান নজরুল ইসলাম রিপন, জামায়াতের কসবা পোর আমির হারুন অর রশিদ, সাবেক ছাত্রনেতা গোলাম সারওয়ার, ছাত্রনেতা সাইফুল ইসলাম প্রমুখ।

সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার দেড় শতাধিক সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement