০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

কমলগঞ্জে হরতালের সমর্থনে যুবদল-ছাত্র দলের বিক্ষোভ মিছিল

কমলগঞ্জে হরতালের সমর্থনে যুবদল-ছাত্র দলের বিক্ষোভ মিছিল - ছবি : নয়া দিগন্ত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও সরকারের পদত্যাগের দাবিতে টানা ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে মৌলভীবাজারের কমলগঞ্জে মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার সময় কমলগঞ্জ-আদমপুর সড়কের নইনারপার বাজারে এ বিক্ষোভ মিছিল বের করে যুবদল-ছাত্রদল।

মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নইনারপার বাজার এলাকায় অবস্থান নেয় ও কিছু সময় সড়ক অবরোধ করে রাখে। এ সময় হরতাল সমর্থকেরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়।

আদমপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ ওয়াসিদের নেতৃত্বে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীর আহমেদ, রহমত মিয়া, সাদ উদ্দীন, সদস্য আ: রহমান ও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুন্না প্রমুখ।


আরো সংবাদ



premium cement