২৯ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রহায়ন ১৪৩০, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

শ্যামারচরে ভারতীয় চিনিসহ গ্রেফতার ১

শ্যামারচরে ভারতীয় চিনিসহ গ্রেফতার সুরঞ্জিত রায় - ছবি : নয়া দিগন্ত

সুনামগঞ্জ দিরাইয়ের শ্যামারচর বাজারে অবৈধভাবে আমদানি করা ২২ বস্তা ভারতীয় চিনিসহ এক কালোবাজারিকে গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ।

সোমবার (২ অক্টোবর) দিরাই থানার এসআই রাজু মিয়া তাকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনের মামলার পর বিকেলে আদালতে প্রেরণ করা হয়। এর আগে রোববার রাত ১০টার দিকে গোপন সংবাদে ভিত্তিতে তাকে আটক করে থানা পুলিশ।

গ্রেফতার ব্যক্তি সুরঞ্জিত রায় (৩৫) শাল্লা উপজেলার আটগাও ইউনিয়নের গোবিন্দ নগর গ্রামের হরিবক্ত রায়ের ছেলে। তিনি দিরাই উপজেলার শ্যামারচর বাজারের অরুপ স্টোরের সত্বাধিকারি।

এ ব্যাপারে দিরাই থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ও প্যানেল কোড আইনে মামলা রুজু হয়েছে।

দিরাই থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযান চালিয়ে দিরাই থানার এসআই মো: রাজু মিয়া ও এএসআই সুষেন দাশের নেতৃত্বে শ্যামারচর বাজারের একটি গোদামে থাকা ২২ বস্তা ভারতীয় চিনিসহ তাকে আটক করে। পরে চরনারচর ইউনিয়নের চেয়ারম্যান পরিতোষ রায়সহ স্থানীয় লোকজনের উপস্থিতিতে চিনির বস্তা জব্দ তালিকা করে রাতেই থানায় নিয়ে আসে পুলিশ।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, সুরঞ্জিত রায় দিরাই বাজারের কালোবাজারি গোপাল রায়ের মাধ্যমে দীর্ঘদিন ধরে শ্যামারচর বাজার ও আশপাশের কয়েকটি বাজারে চোরাই পথে ভারতীয় চিনির সরবরাহের কাজ চালিয়ে যাচ্ছে। ব্যবসায়ীদের অভিযোগ, ভারত থেকে অবৈধ পথে আসা চিনিতে শ্যামারচরসহ এ অঞ্চলের বাজারগুলো সয়লাব হয়ে আছে। ফলে কমে গেছে দেশী ও আমদানি করা চিনির বিক্রি। এতে বিপুল পরিমাণ শুল্ক হারাচ্ছে সরকার।

শ্যামারচর বাজার কমিটির সভাপতি স্বজল কান্তি দাস বলেন, একটি চক্র দীর্ঘদিন ধরে চোরাই পথে এই ব্যবসা করছে। প্রশাসন কোনো ব্যবস্থা না নিলে আমরা কি করতে পারি।

মামলার বাদি এসআই রাজু মিয়া বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে শ্যামারচর বাজারের একটি গোদাম থেকে ২২ বস্তা ভারতীয় চিনিসহ সুরঞ্জিত রায়কে আটক করা হয়। তার বিরুদ্ধে পিরোজপুর জেলার নাজিরপুর থানায় নারী নির্যাতন আইনের একটি মামলা রয়েছে।

দিরাই থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুস ছত্তার বলেন, অবৈধ ভারতীয় চিনিসহ আটক সুরঞ্জিত রায়কে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement