০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

সিলেটের জকিগঞ্জে যুবকের লাশ উদ্ধার


সিলেটের জকিগঞ্জে মাছের ঘের থেকে এক যুকের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জকিগঞ্জ-আটগ্রাম সড়কের রতনগঞ্জ এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

পুলিশের ধারণা অনুযায়ী, যুবকের বয়স ২৮ বছর হতে পারে।

পুলিশ জানায়, সন্ধ্যার দিকে একজন পথচারী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে খবর দেন জকিগঞ্জ-আটগ্রাম সড়কের রতনগঞ্জ এলাকায় সড়কের পাশের মাছে ঘেরে একটি লাশ ভেসে উঠেছে।

খবর পেয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাবেদ মাসুদের নেতৃত্বে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরনে রশি দিয়ে বাঁধা প্যান্ট, গায়ে নীল রঙের শার্ট ছিল।

পুলিশ আরো বলছে, লাশের শরীরের কাপড় দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি মানসিক রোগী হতে পারেন। শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই। মৃত ব্যক্তির বয়স অনুমানিক ২৮ বছর হবে।

ওসি জাবেদ বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। লাশ দেখে প্রাথমিকভাবে ধারণা হচ্ছে, তিনি মানসিক রোগী হতে পারেন।’

তিনি আরো বলেন, ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। লাশের পরিচয় জানার চেষ্টা চলছে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement