হাত ধরা অবস্থায় দুই ভাইয়ের লাশ উদ্ধার
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩০
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় জলাশয় থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সম্পর্কে তারা চাচাতো ভাই।
সোমবার সন্ধ্যায় উপজেলার আউশকান্দি ইউনিয়নের সদরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো সদরাবাদ গ্রামের মালেক মিয়ার ছেলে ইকবাল হোসেন (৮) ও বাবুল হোসেনের ছেলে রাফি আহমেদ (৬)।
নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ডালিম আহমদ আজ মঙ্গলবার জানান, ইকবাল ও রাফি সম্পর্কে চাচাতো ভাই এবং একে অন্যের খেলার সাথী। সোমবার সন্ধ্যায় খেলাধুলার করার সময় রাফি জলাশয়ে পড়ে যায়। এ সময় তাকে বাঁচাতে জলাশয়ে নামে ইকবালও। কিছুক্ষণ পর জলাশয়ে দুই শিশুর লাশ ভেসে উঠলে স্থানীয়রা থানায় খবর দেয়।
ওসি জানান, লাশ দু’টি জলাশয় থেকে উদ্ধারের সময় শিশুরা একে অন্যের হাত ধরা অবস্থায় ছিল। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় তাদের লাশ ময়নাতদন্ত ছাড়া সোমবার রাতেই দাফন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা